Oppo ColorOS 13 লঞ্চ হল, কোন কোন ফোনে কখন Android 13 ভিত্তিক এই আপডেট আসবে দেখে নিন

চলতি সপ্তাহের শুরুতেই গুগল (Google) লেটেস্ট Android 13 Stable সংস্করণটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। অ্যান্ড্রয়েডের...
techgup 18 Aug 2022 11:29 PM IST

চলতি সপ্তাহের শুরুতেই গুগল (Google) লেটেস্ট Android 13 Stable সংস্করণটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। অ্যান্ড্রয়েডের পরবর্তী ভার্সনটি প্রকাশের পর, স্মার্টফোন ব্র্যান্ড ওপ্পো (Oppo) আজ (১৮ আগস্ট) তাদের ডিভাইসগুলির জন্য Android 13 ভিত্তিক ColorOS 13 কাস্টম ইউজার ইন্টারফেসটি লঞ্চ করেছে। সংস্থা এই কাস্টম স্কিনে থাকা নতুন ফিচারগুলি ঘোষনা করেছে এবং ওপ্পো ডিভাইসগুলির জন্য ColorOS 13-এর রোলআউট প্ল্যানও শেয়ার করেছে। উল্লেখ্য, Android 13 ভিত্তিক ColorOS 13 স্কিনটি বিটা-এর অংশ হিসাবে Oppo Find X5 সিরিজের ডিভাইসগুলির জন্য ইতিমধ্যেই উপলব্ধ রয়েছে এবং অন্যান্য হ্যান্ডসেটগুলি আগামী সেপ্টেম্বর থেকে আপডেট পেতে শুরু করবে বলে নিশ্চিত করা হয়েছে। আসুন ColorOS 13 Stable সংস্করণের নতুন ফিচার এবং আপডেট পেতে চলা ডিভাইসের তালিকাটি দেখে নেওয়া যাক।

কালার ওএস ১৩-এর ফিচার (ColorOS 13 Features)

অ্যাকোয়ামরফিক ডিজাইন (Aquamorphic Design)

চলতি মাসের শুরুতে অক্সিজেন ওএস ১২ (OxygenOS 13) লঞ্চের সময় ওপ্পোর সাব-ব্র্যান্ড ওয়ানপ্লাস (OnePlus) "অ্যাকোয়ামরফিক ডিজাইন" কথাটি ব্যবহার করে। আর এটি এখন কালারওএস ১৩ (ColorOS 13)-এরও নতুন সফ্টওয়্যার ডিজাইন ল্যাঙ্গুয়েজ। অ্যাকোয়ামরফিক থিম, দেখার ক্ষেত্রে চোখের আরাম প্রদান করে এবং অ্যানিমেশনগুলিকে প্রাকৃতিক ও প্রাণবন্ত করে তোলে। এটি একটি ছায়া-প্রতিফলিত ঘড়ি যোগ করেছে, যা ছায়ার মাধ্যমে সূর্য ও চাঁদের অভিযোজন অনুকরণ করতে পারে। আপডেটটি বিভিন্ন টাইম জোনের সময় দেখানোর জন্য একটি নতুন হোম স্ক্রিন ওয়ার্ল্ড ক্লক উইজেটও যোগ করেছে।

দক্ষতা (Efficiency)

অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩ হোম স্ক্রিনে বড় ফোল্ডার যুক্ত করবে। ফোল্ডারের মধ্যে থাকা অ্যাপগুলিকে ফোল্ডারটি না খুলেই সরাসরি ট্যাপ করা যাবে। আপডেটটি স্ক্রিনশটের জন্য আরও মার্কআপ টুল যোগ করে। ওপ্পো মাল্টি-স্ক্রিন সংযোগগুলিও অপ্টিমাইজ করেছে। আবার ব্যবহারকারী এফিশিয়েন্ট মাল্টিটাস্কিংয়ের জন্য একটি সংযুক্ত পিসিতে একাধিক মোবাইল অ্যাপ খুলতে পারবেন।

ব্যক্তিগতকরণ (Personalization)

কাস্টমাইজেশন অপশনগুলির জন্য, সংস্থা নয়া ColorOS 13-এ নিম্নলিখিত অপশনগুলি যুক্ত করছে:

আরও অলওয়েজ-অন ডিসপ্লে অ্যানিমেশনের জন্য নতুন বিটমোজি যোগ করা হয়েছে।

আরও পার্সোনালাইজড অলওয়েজ-অন ডিসপ্লে সেটিংস সহ ইনসাইট অলওয়েজ-অন ডিসপ্লে যোগ করা হয়েছে।

হাইলাইট ফিচার অপ্টিমাইজ করা।

সিস্টেমটি কোনও ভিডিওর সেরা মুহূর্তগুলিকে চিনতে এবং সুপারিশ করতে পারে এবং একটি ট্যাপের সাহায্যে ফটো অ্যাপে ইমপোর্ট ও সেভ করতে সাহায্য করে৷

এটি পোট্রেট সিলুয়েট অলওয়েজ-অন ডিসপ্লে অপ্টিমাইজ করে এবং এতে আরও ড্রয়িং টুল এবং লাইন কালার যোগ করা হয়েছে।

নিরাপত্তা এবং গোপনীয়তা (Security and Privacy)

অ্যান্ড্রয়েড ১৩-এর অন্যতম প্রধান হাইলাইট হল গোপনীয়তা এবং নিরাপত্তা। ওপ্পো ব্যক্তিগত এবং সংবেদনশীল ডেটা গোপন করতে তাদের কালার ওএস ১৩ কাস্টম স্কিনে চ্যাট স্ক্রিনশটের জন্য একটি স্বয়ংক্রিয় পিক্সেলেশন ফিচার যোগ করেছে। সিস্টেম গোপনীয়তা সুরক্ষার জন্য নিয়মিত ক্লিপবোর্ড ডেটা পরিষ্কার করবে। ব্যক্তিগত ফাইলগুলির উন্নত নিরাপত্তার জন্য সমস্ত ফাইল এনক্রিপ্ট করতে এতে অ্যাডভান্সড এনক্রিপশন স্ট্যান্ডার্ড (AES) ব্যবহার করা হবে। এছাড়া, ColorOS 13 একটি শিশু-বান্ধব স্থান তৈরি করতে আপনার ব্রাউজার স্বয়ংক্রিয়ভাবে কিড স্পেসে কিডস মোডে স্যুইচ করবে।

ColorOS 13 আপডেট পেতে চলা ডিভাইসের তালিকা এবং রোলআউটের সময়সূচী

Oppo, ColorOS 13 রোলআউটের জন্য একটি সময়সূচী শেয়ার করেছে এবং এই তালিকায় Find, Reno, A, F, এবং K সিরিজ মিলিয়ে মোট ৬০টি ডিভাইস রয়েছে।

আগস্ট ২০২২:

Oppo Find X5 Pro

Oppo Find X5

সেপ্টেম্বর ২০২২:

Find X3 Pro

Reno 8 Pro 5G

অক্টোবর ২০২২:

Oppo Reno 8 5G

Oppo Reno 7 Pro 5G

Oppo Reno 7 5G

Oppo Reno 7

Oppo Reno 6 5G

Oppo F21 Pro

Oppo K10 5G

Oppo A77 5G

Oppo A76

নভেম্বর ২০২২:

Oppo Reno 7 Z 5G

Oppo Reno 6 Pro 5G

Oppo Reno 6 Pro 5G Diwali Edition

Oppo Reno 6 Z 5G

Oppo Reno 5 Pro 5G

Oppo Reno 5 Pro

Oppo F21 Pro 5G

Oppo F19 Pro+

Oppo K10

Oppo A96

ডিসেম্বর ২০২২:

Oppo Find X5 Lite 5G

Oppo Find X3 Neo 5G

Oppo Find X3 Lite 5G

Oppo Find X2 Pro

Oppo Find X2 Pro Automobili Lamborghini Edition

Oppo Find X2

Oppo Reno8

Oppo Reno8 Z 5G

Oppo Reno5 5G

Oppo Reno5 Z 5G

Oppo A94 5G (Elsa)

Oppo A74 5G

২০২৩-এর প্রথমার্ধ:

Oppo Pad Air

Oppo Reno 8 Lite 5G

Oppo Reno 7 Lite 5G

Oppo Reno 7A

OppoReno 6

Oppo Reno 6 Lite

Oppo Reno 5

Oppo Reno 5 Marvel Edition

Oppo Reno 5 F

Oppo Reno 5 Lite

Oppo Reno 5A

Oppo F19 Pro

Oppo F19

Oppo F19s

Oppo A95

Oppo A94

Oppo A77

Oppo A74

Oppo A57

Oppo A57s

Oppo A55

Oppo A54

Oppo A56

Oppo A54s

Oppo A53s 5G

Oppo A16s

Show Full Article
Next Story