মিডিয়াটেক প্রসেসর ও ৬ জিবি র‌্যামের সাথে আসবে Oppo CPH2205

চীনা স্মার্টফোন কোম্পানি অপ্পো খুব শীঘ্রই লঞ্চ করতে পারে তাদের A সিরিজের নতুন ফোন Oppo A94। আসলে কিছুদিন আগে আমেরিকার সার্টিফিকেশন সাইট FCC তে অপ্পো-র…

চীনা স্মার্টফোন কোম্পানি অপ্পো খুব শীঘ্রই লঞ্চ করতে পারে তাদের A সিরিজের নতুন ফোন Oppo A94। আসলে কিছুদিন আগে আমেরিকার সার্টিফিকেশন সাইট FCC তে অপ্পো-র CPH2205 মডেল নম্বরের একটি ফোন কে দেখা গিয়েছিল। টিপ্সটাররা জানিয়েছিল এই ফোনটি অপ্পো এ৯৪ নামে বাজারে আসতে পারে। এই একই মডেল নম্বর কে এবার বেঞ্চমার্ক সাইট Geekbench-এ দেখা গেল। যা নির্দেশ করে CPH2205 মডেল নম্বরের ফোনটি শীঘ্রই বাজারে আসবে।

গিকবেঞ্চ থেকে জানা গেছে Oppo CPH2205 (Oppo A94) ফোনে মিডিয়াটেক এমটি৬৭৭৯/সিভি প্রসেসর থাকবে। মনে করা হচ্ছে এটি মিডিয়াটেক হেলিও পি৯৫ প্রসেসর হবে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে এখানে থাকবে অ্যান্ড্রয়েড ১১। ফোনটি গিকবেঞ্চে ৬ জিবি র‌্যামের সাথে দেখা গেছে। যদিও লঞ্চের সময় এর আরও র‌্যাম ভ্যারিয়েন্ট থাকতে পারে।

গিকবেঞ্চে এই ফোনটি সিঙ্গেল কোর টেস্টে ৩৯২ পয়েন্ট পেয়েছে। আবার এখানে এর মাল্টি কোর টেস্টে স্কোর ১,৫৪২ পয়েন্ট। এছাড়া বেঞ্চমার্ক সাইট থেকে এই ফোনটি সম্পর্কে অন্য কোনো তথ্য উঠে আসেনি।

এরআগে এফসিসি থেকে জানা গিয়েছিল Oppo CPH2205 ফোনটি একটি এলটিই ফোন হবে। এতে ৬.২ ইঞ্চি ফুল এইচডি প্লাস বা এইচডি প্লাস ডিসপ্লে থাকতে পারে। আবার এর ডাইমেনশন হবে ১৬০.১ x ৭৩.৩২মিমি। ফোনটি ৪,৩১০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে। এছাড়াও ফোনটির পিছনে থাকতে পারে তিনটি ক্যামেরা। ক্যামেরা সেটআপ এর সাথে এলইডি ফ্ল্যাশ থাকবে। মনে করা হচ্ছে এই ক্যামেরার প্রাইমারি সেন্সর হবে ৪৮ মেগাপিক্সেল। যদিও অন্য সেন্সরগুলি জানা যায়নি। আবার ফোনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ আসতে পারে।