Oppo Enco Air 2i ইয়ারফোনের প্রি-অর্ডার শুরু হল, 10mm ড্রাইভার সহ লঞ্চ হচ্ছে 10 আগস্ট
আগামী ১০ আগস্ট Oppo লঞ্চ করতে চলেছে সংস্থার নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড, যার নাম Oppo Enco Air 2i। তার আগে দেশীয়...আগামী ১০ আগস্ট Oppo লঞ্চ করতে চলেছে সংস্থার নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড, যার নাম Oppo Enco Air 2i। তার আগে দেশীয় বাজারে ইয়ারফোনটি এখন প্রি অর্ডারের জন্য উপলব্ধ হয়েছে। আপকামিং এই ইয়ারবাডে থাকবে ১০ এমএম ড্রাইভার। এছাড়া Oppo Enco Air 2i সম্পর্কে আর কি সামনে এসেছে আসুন জেনে নেওয়া যাক।
Oppo Enco Air 2i ইয়ারফোনের সম্ভাব্য ফিচার
প্রথমেই বলে রাখি, ডিজাইনগতভাবে আপকামিং ওপ্পো এনকো এয়ার ২আই ইয়ারফোন, পূর্বসূরী ওপ্পো এনকো এয়ার ২ এর মতোই অনেকটা হবে। নতুন এই ইয়ারফোনে ব্যবহৃত হবে ৪০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে ৭ ঘণ্টা পর্যন্ত মিউজিক টাইম অফার করবে। আবার চার্জিং কেস সমেত ২৮ ঘণ্টা পর্যন্ত সক্রিয় থাকবে। এর জন্য ওপ্পো এনকো এয়ার ২আই এর চার্জিং কেসে দেওয়া হয়েছে ৪৬০ এমএএইচ ব্যাটারি। প্রসঙ্গত উল্লেখ্য, এটি পূর্বসূরী ওপ্পো এনকো এয়ার ২ ইয়ারফোনের তুলনায় চার ঘণ্টা বেশি ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম।
উপরন্তু নতুন এই ইয়ারফোনে থাকছে ১০ এমএম কম্পোজিট টাইটেনিয়াম প্লেটেড সাউন্ড ইউনিট, যা ইয়ারফোনটিকে আরও শক্তিশালী করে তুলবে। তদুপরি এর স্পেশাল সাউন্ড ক্যাভিটি ও হাই ম্যাগনেটিক ফ্লাক্স ম্যাগনেটিক সার্কিট উন্নততর লো ফ্রিকুয়েন্সি পারফরম্যান্স প্রদান করতে সাহায্য করবে।
অন্যদিকে, আপকামিং Oppo Enco Air 2i ইয়ারফোন এআই কল নয়েজ রিডাকশন টেকনোলজিসহ আসছে। তাই কোলাহলপূর্ণ এলাকাতেও এটি ব্যবহারকারীকে পরিষ্কার আওয়াজ সরবরাহ করতে পারবে বলে দাবি করেছে সংস্থাটি। তাছাড়া দ্রুত ও দৃঢ় কানেক্টিভিটির জন্য এতে ব্যবহৃত হয়েছে ব্লুটুথ ৫.২।
উল্লেখ্য, দেশীয় বাজারে পূর্বসূরি Oppo Enco Air 2 ইয়ারফোনের দাম ছিল ১৯৯ ইউয়ান (প্রায় ২,৩৪৫ টাকা )। তাই আশা করা হচ্ছে নতুন এই ইয়ারফোনের দাম ২,৫০০ টাকার আশেপাশেই থাকবে।