ভারতে আসছে Oppo Enco Air ও Oppo Enco Buds ব্লুটুথ ওয়্যারলেস ইয়ারফোন, দাম ও বিশেষত্ব জেনে নিন

ভারতে দিনকে দিন বাড়ছে স্মার্ট গ্যাজেটের চাহিদা। ফলে বিভিন্ন অ্যাক্সেসরিজ ও স্মার্টফোন নির্মাতা প্রায় দিনই কোনো না কোনো স্মার্টওয়াচ বা ইয়ারবাড লঞ্চ করছে। প্রবল চাহিদার…

ভারতে দিনকে দিন বাড়ছে স্মার্ট গ্যাজেটের চাহিদা। ফলে বিভিন্ন অ্যাক্সেসরিজ ও স্মার্টফোন নির্মাতা প্রায় দিনই কোনো না কোনো স্মার্টওয়াচ বা ইয়ারবাড লঞ্চ করছে। প্রবল চাহিদার কথা মাথায় রেখে, এবার চাইনিজ সংস্থা ওপ্পো (Oppo)-ও ভারতে শীঘ্রই দুটি ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড (TWS) আনতে চলেছে, যাদের নাম Oppo Enco Air এবং Oppo Enco Buds। উল্লেখ্য, ইয়ারবাড দুটি আগেই চীন ও থাইল্যান্ডে লঞ্চ হয়েছিল।

টিপস্টার ইশান আগারওয়াল আজ জানিয়েছেন, ওপ্পো এনকো বাডস এবং এনকো এয়ার ইয়ারবাড দুটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভারতে লঞ্চ হবে। যদিও তিনি এদের লঞ্চ তারিখ বলতে পারেননি। এমনকি এদের বিশেষত্বও তিনি সামনে আনেননি। তবে অন্যান্য মার্কেটে লঞ্চ হওয়ার সুবাদে ওপ্পো এনকো বাডস এবং এনকো এয়ার ইয়ারবাড দুটির দাম ও ফিচার আমরা জেনে নিতে পারি।

Oppo Enco Air এবং Oppo Enco Buds-এর দাম

ওপ্পো এনকো এয়ার-এর চীনে দাম ২৯৯ ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় ৩৪০০ টাকা)। এটি কালো, নীল, সাদা এবং সবুজ রঙের ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছিল। অন্যদিকে থাইল্যান্ডে ওপ্পো এনকো বাডস-এর দাম ৯৯৯ বাট (ভারতীয় মুদ্রায় প্রায় ২,৪০০ টাকা)। এটি সাদা এবং কালো রঙের ভ্যারিয়েন্টে এসেছে।

Oppo Enco Air-এর স্পেসিফিকেশন

Oppo Enco Air ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাডটিতে দেখা যাবে সেমি ইন-ইয়ার ডিজাইন এবং এটিতে ব্যবহৃত হয়েছে ১২মিমি ডাইনামিক ড্রাইভার। আপনি প্রতিটি ইয়ারবাডে দুটি করে মাইক্রোফোন এবং থাম্পিং ব্যাসের জন্য একটি বেস বুস্টার টিউব পাবেন। এটিতে গেমিং মোডও পাওয়া যাবে। এটি ৪৭ এমএস লো ল্যাটেন্সি প্রদান করে, ফলে আপনি নির্বিঘ্নে গেম খেলার আনন্দ উপভোগ করতে পারবেন। অন্যদিকে, কানেক্টিভিটির জন্য আছে ব্লুটুথ ভার্সন ৫.২।

অন্যদিকে এই ইয়ারবাডে একটি টাচ প্যানেল রয়েছে যার মাধ্যমে আপনি গান প্লে ও পজের পাশাপাশি কল রিসিভ এবং রিজেক্ট করতে পারবেন। তাছাড়া, একটি দ্রুত পেয়ারিং ফিচার রয়েছে, ফলে ইয়ারবাডটি কেস থেকে বার করার সাথে সাথেই নিদিষ্ট ফোনের সাথে কানেক্ট হয়ে যাবে। ইয়ারবাডটি আইপিএক্স ৪ রেটিং প্রাপ্ত ফলে জলের ছাঁট বা ঘামে ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা নেই।

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, ওপ্পো দাবি করেছে, এনকো এয়ার চার্জিং কেস সহ ব্যবহার করলে ২৪ ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যাবে। এছাড়া একক চার্জে প্রতিটি ইয়ারবাড ৪ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করে। উপরন্তু, ইউএসবি-সি পোর্টের মাধ্যমে মাত্র ১০ মিনিটের চার্জে ৮ ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যাবে ইয়ারবাডটি।

Oppo Enco Buds-এর স্পেসিফিকেশন

Oppo Enco Buds হল এই দুটি প্রোডাক্টের মধ্যে সস্তা। এটিতে আছে একটি ৮ মিমি ডাইনামিক ড্রাইভার, যা ১০০.৬ ডেসিবেল সেন্সিটিভিটি এবং ২০ হার্জ থেকে ২০ কিলোহার্জ ফ্রিকোয়েন্সি রেঞ্জ বিশিষ্ট। কানেক্টিভিটির জন্য আছে ব্লুটুথ ভার্সন ৫.২। এছাড়া, পাওয়া যাবে ২৪ ঘন্টার ব্যাটারি লাইফ।

ব্যাটারির কথা বলতে গেলে, এটিতে আছে ৪০ এমএএইচ ব্যাটারি। চার্জিং কেসটিতে ৪০০ এমএএইচ ব্যাটারি সেল আছে। ইয়ারবাডটি চার্জ হতে সময় লাগে ২ ঘণ্টা। ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ইয়ারবাড এবং চার্জিং কেস উভয় চার্জ হতে আড়াই ঘণ্টা সময় লাগে। পাশাপাশি, এটি এএসি (AAC) এবং এসবিসি (SBC) উভয় কোডেক সাপোর্ট করে। আবার, ইন্টেলিজেন্ট নয়েজ ক্যান্সেলেশন প্রযুক্তি থাকায় কলিং ও মিউজিক অভিজ্ঞতা আরও উন্নত মানের হতে চলেছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন