ANC টেকনোলজি সহ আসছে Oppo Enco সিরিজের নতুন ওয়্যারলেস ইয়ারবাড

Enco ব্র্যান্ডের অধীনে Oppo ইতিমধ্যেই বেশ কয়েকটি ট্রু ওয়্যারলেস স্টেরিও (TWS) ইয়ারবাড বাজারে নিয়ে এসেছে। গত মাসেই লঞ্চ হয়েছে Oppo Enco Buds। তবে শীঘ্রই এই…

Enco ব্র্যান্ডের অধীনে Oppo ইতিমধ্যেই বেশ কয়েকটি ট্রু ওয়্যারলেস স্টেরিও (TWS) ইয়ারবাড বাজারে নিয়ে এসেছে। গত মাসেই লঞ্চ হয়েছে Oppo Enco Buds। তবে শীঘ্রই এই লাইনআপের আরও একটি ওয়্যারলেস ইয়ারফোন বাজারে পা রাখতে চলেছে। চীনা স্মার্টফোন কোম্পানিটি সম্প্রতি এই ইয়ারফোনের লঞ্চ তারিখ ঘোষণা করেছে। আসুন এই আসন্ন অপ্পো এনকো ইয়ারবাড সম্পর্কে কি কি তথ্য উঠে এসেছে জেনে নিই।

Oppo Enco TWS ইয়ারফোনের লঞ্চের তারিখ :

অপ্পো তাদের উইবো অ্যাকাউন্ট থেকে একটি টিজার শেয়ার করে জানিয়েছে, আগামী ২০ই মে ‘অপ্পো এনকো ট্রু ওয়্যারলেস ইয়ারফোন’ -টিকে লঞ্চ করা হবে। আপাতত ঘরেলু মার্কেটেই এটি লঞ্চ হবে। সংস্থার দাবি, এতে থাকছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (ANC) টেকনোলজি, যা ইউজারদের দেবে প্রিমিয়াম লেভেলের ‘রিয়াল লাইফ’ অভিজ্ঞতা।

যদিও অপ্পো এখনো অবধি তাদের Enco সিরিজের এই নব্যতম সদস্যটির নাম বা অন্যান্য স্পেসিফিকেশন জানায়নি। তবে টিজারে দেখতে পাওয়া ’35+?dB’ লেখাটির থেকে অনুমান করা যাচ্ছে, অপ্পোর এই অডিও ডিভাইসটি ৩৫ ডেসিবেলের থেকেও অধিক নয়েজ ব্লক করতে সক্ষম হবে। সুতরাং, বোঝাই যাচ্ছে বাজারে উপলব্ধ প্রিমিয়াম রেঞ্জের ট্রু ওয়্যারলেস স্টেরিও ডিভাইসগুলিকে জবরদস্ত টেক্কা দিতে চলেছে আসন্ন অপ্পো এনকো ট্রু ওয়্যারলেস ইয়ারফোনটি।

Oppo Enco TWS

প্রসঙ্গত, Xiaomi সম্প্রতি বাজারে নিয়ে এসেছে তাদের Flipbuds সিরিজের প্রথম মডেল Mi FlipBuds Pro ইয়ারবাডটিকে। ব্লুটুথ ৫.২ ও ২৮ ঘণ্টার দীর্ঘ ব্যাটারি লাইফের সাথে আসা শাওমির এই ফ্লিপবাডস ডিভাইসটি ৪০ ডেসিবেল পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ব্লক করার ক্ষমতা রাখে। এটির দাম ৭৯৯ ইয়ান বা প্রায় ৯,১০০ টাকা। সেক্ষেত্রে শাওমি নাকি অপ্পো, কার ইয়ারবাড বাজারে অধিক জনপ্রিয়তা পাবে তা সময়ই বলবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন