[Exclusive] ৮ মার্চ ভারতে লঞ্চ হচ্ছে Oppo F19 Pro, কম আলোয় উঠবে ঝকঝকে ছবি

আগামী ৮ মার্চ ভারতে লঞ্চ হতে চলেছে Oppo F19 Pro। আশা করা যায় ওইদিন Oppo F19 Pro+ 5G ফোনটিও বাজারে আসবে। আজ ই-কমার্স সাইট Flipkart…

আগামী ৮ মার্চ ভারতে লঞ্চ হতে চলেছে Oppo F19 Pro। আশা করা যায় ওইদিন Oppo F19 Pro+ 5G ফোনটিও বাজারে আসবে। আজ ই-কমার্স সাইট Flipkart থেকে অপ্পো এফ১৯ প্রো ফোনটির লঞ্চ ডেট জানানো হয়েছে। এছাড়াও আমরা রিটেল সোর্স থেকে ফোনটির লঞ্চের তারিখ জানতে পেরেছি। এই ফোনে থাকবে পাঞ্চ হোল ডিসপ্লে ও কোয়াড রিয়ার ক্যামেরা। গত কয়েকদিন ধরেই শোনা হচ্ছিলো Oppo F19 সিরিজ শীঘ্রই ভারতে পা রাখতে চলেছে। গতকাল এই সিরিজের ফোনগুলির দামও ফাঁস হয়েছিল। এবার এই সিরিজের লঞ্চ ডেটও সামনে এল।

Flipkart এর টিজার পেজ অনুযায়ী, ৮ মার্চ সন্ধ্যা ৭ টায় ভারতে লঞ্চ হবে Oppo F19 Pro। টিজার পেজ থেকে জানা গেছে এই ফোনে এআই কালার পোর্ট্রেট ভিডিও ক্যাপচার ফিচার থাকবে। আবার এই ফোনের মাধ্যমে লো লাইট ফোটোগ্রাফি দুর্দান্ত হবে। এছাড়াও টিজার পেজে দেখা গেছে, অপ্পো এফ১৯ প্রো ফোনটি পাঞ্চ হোল ডিসপ্লে ও কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসবে। যদিও এছাড়া ফোনটি সম্পৰ্কে এখান থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।

oppo-f19-pro flipkart-teased

Oppo F19 Pro এর সম্ভাব্য স্পেসিফিকেশন ও দাম

গতকাল টিপস্টার সুধাংশু অম্বরে জানিয়েছেন, অপ্পো এফ১৯ প্রো ফোনটির ভারতে দাম শুরু হতে পারে ২০,০০০ টাকা থেকে। ফোনটি ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাবে। আবার এর পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরাগুলি হল- ৬৪ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, ২ মেগাপিক্সেল ডেপ্থ ক্যামেরা, এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া

আবার Oppo F19 Pro ফোনটি ৬.৪-ইঞ্চি অ্যামোলেড পাঞ্চ হোল ডিসপ্লে সহ আসবে। এই ফোনে মিডিয়াটেক হেলিও পি৯৫ প্রসেসর ব্যবহার করা হতে পারে। এতে থাকতে পারে ৪৩১০ এমএএইচ ব্যাটারি। যার সাথে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়াও সিকিউরিটির জন্য এই ফোনে দেওয়া হতে পারে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন