Oppo F19 আসছে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার সাথে, মার্কেট ভেদে নাম হবে Oppo Reno 5F বা A94

Oppo আগামী ৮ মার্চ ভারতে লঞ্চ করতে চলেছে Oppo F19 Pro+ 5G ও Oppo F19 Pro। তবে ওইদিন চীনা স্মার্টফোন কোম্পানিটি Oppo F19 ফোনের ওপর…

Oppo আগামী ৮ মার্চ ভারতে লঞ্চ করতে চলেছে Oppo F19 Pro+ 5G ও Oppo F19 Pro। তবে ওইদিন চীনা স্মার্টফোন কোম্পানিটি Oppo F19 ফোনের ওপর থেকেও পর্দা সরাতে পারে। অপ্পো-র তরফে এখনও এই বিষয়ে কিছু না জানানো হলেও, জনপ্রিয় টিপস্টার Evan Blass এই ফোনের একটি রেন্ডার শেয়ার করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, এই ফোনের কোডনেম হবে Darwin এবং ফোনটি ভারতে Oppo F19, এশিয়ায় অন্যান্য মার্কেটে Oppo Reno 5F এবং ইউরোপে Oppo A94 নামে লঞ্চ হবে।

Evan Blass এর এই রেন্ডার থেকে জানা গেছে, অপ্পো এফ১৯ ফোনের ডিজাইন অনেকটাই অপ্পো এফ১৯ প্রো এর মত হবে। এই ফোনের সামনে থাকবে পাঞ্চ হোল ডিজাইন ডিসপ্লে। এর কাটআউট ডিসপ্লের উপরিভাগে বাম দিকে অবস্থিত, এর মধ্যে সেলফি ক্যামেরা থাকবে। আবার পিছনে থাকবে আয়তকার ক্যামেরা সেটআপ। এরমধ্যে চারটি ক্যামেরা সেন্সর দেওয়া হবে, যার প্রাইমারি ক্যামেরা হবে ৪৮ মেগাপিক্সেল।

Oppo F19, Oppo F19 Rebranded Reno 5F, Oppo F19 Series, OPPO F19 Renders Reno 5F Oppo A94, Oppo F19 Features

Oppo F19 / Reno 5F / A94 স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিপস্টারদের দাবি অনুযায়ী, অপ্পো এফ১৯/ রেনো ৫এফ/ এ৯৪ ফোনে থাকবে ৬.৪ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লের রেজোলিউশন হবে ১০৮০  x ২৪০০ পিক্সেল। আবার এই ফোনে ব্যবহার করা হবে মিডিয়াটেক হেলিও পি৯৫ প্রসেসর। সাথে থাকবে ৬ জিবি ও ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ আরও বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য এই ফোনের সামনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। আবার পিছনে থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ। যেখানে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও ২ মেগাপিক্সেল মনো লেন্স থাকবে। এই ফোনটি ৪,৩১০ এমএএইচ ব্যাটারি সহ আসবে। এর সাথে সাপোর্ট করবে ৩০ ওয়াট ভুক চার্জিং। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড কালারওএস সিস্টেমে চলবে। আবার এটি তিনটি রঙে পাওয়া যাবে – পার্পেল, ব্ল্যাক ও সিলভার।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন