Oppo F21 Pro আসছে দুর্দান্ত সেলফি ক্যামেরা সহ, 4G এই ফোনের কত দাম রাখা হতে পারে জানুন
Oppo তাদের আপকামিং F21 স্মার্টফোন সিরিজের ডিভাইসগুলি বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে, তবে বিগত কয়েকদিন ধরে এই সিরিজটি...Oppo তাদের আপকামিং F21 স্মার্টফোন সিরিজের ডিভাইসগুলি বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে, তবে বিগত কয়েকদিন ধরে এই সিরিজটি সম্পর্কে খুব বেশি তথ্য সামনে আসেনি। যদিও সম্প্রতি Oppo F21 Pro+ মডেলটির একটি লাইভ ইমেজ প্রকাশ্যে আসে, যা থেকে জানা গিয়েছিল এই ফোনটি পূর্বসূরির থেকে ভিন্ন ডিজাইন সহ আসতে চলেছে। আর এবার একটি নতুন রিপোর্টের মাধ্যমে আসন্ন Oppo F21 Pro মডেলের একটি প্রোমোশনাল পোস্টার সামনে এসেছে, যা থেকে হ্যান্ডসেটটির রিয়ার প্যানেলের ডিজাইন সম্পর্কে জানতে পারা গেছে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আপকামিং Oppo F21 Pro সম্পর্কে কি কি নতুন তথ্য সামনে উঠে এল।
প্রকাশ্যে এল Oppo F21 Pro-এর পোস্টার
টেক বয়লার (Tech Boiler)- এর একটি নতুন রিপোর্টে আসন্ন ওপ্পো এফ২১ প্রো ফোনের একটি প্রোমোশনাল পোস্টারের ছবি শেয়ার করেছে। পোস্টার অনুযায়ী, এই আসন্ন স্মার্টফোনটি এর আগে ইন্দোনেশিয়ায় লঞ্চ হওয়া ওপ্পো রেনো৭ মডেলটির মতো দেখতে। ছবিতে ডিভাইসটির অরেঞ্জ কালারের ব্যাক প্যানেলের ওপরের বাঁদিকে ক্যামেরা আইল্যান্ডটি রয়েছে। যদিও এই প্রোমো ইমেজটি কম রেজোলিউশনের, তবে ক্যামেরা আইল্যান্ডের মধ্যে একাধিক ক্যামেরা সেন্সর দেখতে পাওয়া গেছে। এতে ওপ্পো রেনো৭-এর ইন্দোনেশিয়া মডেলের মতো ম্যাট ডিজাইনও থাকবে বলে মনে করা হচ্ছে।
এছাড়া, নতুন পোস্টারটিতে Oppo F21 Pro এর জন্য "ফ্যান্টাস্টিক সেলফি" ট্যাগলাইন ব্যবহার করা হয়েছে, যা থেকে সহজেই বোঝা যায় যে এই ফোনটির হাইলাইট হবে এর ফ্রন্ট ক্যামেরা। সর্বোপরি, এই প্রোমো পোস্টারটি পাকিস্তানের, যা নিশ্চিত করে যে ডিভাইসটি শীঘ্রই পাকিস্থানের বাজারে আত্মপ্রকাশ করবে।
উল্লেখ্য, Oppo F21 Pro-এর সম্পর্কে এর বেশি তথ্য এখনও পর্যন্ত সামনে আসেনি, কিন্তু জানা গেছে সিরিজটিতে Oppo F21 Pro+ এবং Oppo F21 বেস মডেলটিও থাকবে। তাৎপর্যপূর্ণভাবে, গতবছর ডিসেম্বরে প্রকাশিত একটি রিপোর্টে উল্লেখ করা হয় যে, এই সিরিজটি ভারতের বাজারেও পা রাখবে এবং এদেশে সিরিজটি আগামী ১৭ মার্চ থেকে ২১ মার্চের মধ্যে লঞ্চ হবে বলে জানা গেছে। Oppo F21 এবং F21 Pro হবে ৪জি কানেক্টিভিটি যুক্ত মডেল, আর F21 Pro+ হবে একটি ৫জি স্মার্টফোন। ভারতে, সিরিজটির দাম ২০,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকার মধ্যেই হবে বলে মনে করা হচ্ছে।