Oppo F27 Pro+ vs Poco F6:‌ দুটোই ভালো স্মার্টফোন, কিন্ত সেরা কে দেখে নিন

Oppo F27 Pro Plus vs Poco F6 : মিড-রেঞ্জে বাজার কাঁপাচ্ছে কে? দেখে নিন ফিচার ও দামের মধ্যে পার্থক্যগুলি

SUPARNA 20 July 2024 12:38 PM IST

গত জুন মাসের ১৩ তারিখ ভারতে লঞ্চ হয় ওপ্পো এফ২৭ প্রো প্লাস। টেকসই বডি ও রগড ডিজাইনের সাথে আসা এই হ্যান্ডসেটের দাম ২৭,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। এতে - ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কাস্টম স্কিন, ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি পাওয়া যাবে। দেখতে গেলে দাম ও ফিচারের নিরিখে সদ্য আগত এই হ্যান্ডসেট ২৩শে মে আত্মপ্রকাশ করা পোকো এফ৬ মোবাইলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। যদিও পোকো ফোনটির দাম সামান্য বেশি। চলুন ওপ্পো এফ২৭ প্রো প্লাস এবং পোকো এফ৬ -এর মধ্যে পার্থক্যগুলি দেখে নেওয়া যাক।

ওপ্পো এফ২৭ প্রো প্লাস বনাম পোকো এফ৬ : দাম

ভারতে ওপ্পো এফ২৭ প্রো প্লাস স্মার্টফোনের দাম ২৭,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। এই দাম এর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। আবার টপ-এন্ড ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশন কেনা যাবে ২৯,৯৯৯ টাকায়। এটি - ডাস্ক পিঙ্ক ও মিডনাইট নেভি কালারে এসেছে।

ভারতে পোকো এফ৬ ফোনের দাম শুরু হচ্ছে ২৯,৯৯৯ টাকা থেকে। এই দাম এর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের। আর ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং টপ-এন্ড ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ অপশন দুটির দাম থাকছে যথাক্রমে ৩১,৯৯৯ টাকা ও ৩৩,৯৯৯ টাকা। এটি - টাইটানিয়াম গ্লো, ক্লাসিক ব্ল্যাক এবং এভারল্যান্ড গ্রিন রঙে বেছে নেওয়া যাবে।

ওপ্পো এফ২৭ প্রো প্লাস বনাম পোকো এফ৬ : ডিসপ্লে, সেন্সর

ড্যামেজ-প্রুফ ৩৬০ ডিগ্রি আর্মার বডি সহ আসা ওপ্পো এফ২৭ প্রো প্লাস ৫জি ফোনে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস ২ সুরক্ষা সহ ৬.৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২৪১২x১০৮০ পিক্সেল) ৩ডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে আছে। এই টাচস্ক্রিন - ৩৯৪ পিপিআই পিক্সেল ডেনসিটি, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৫০০ নিট পিক ব্রাইটনেস, ৮০০ নিট এইচবিএম ব্রাইটনেস, ৯৫০ নিট এইচডিআর ব্রাইটনেস এবং ২১৬০ হার্টজ পিডাব্লিউএম ডিমিং প্রযুক্তি সাপোর্ট করে। তদুপরি নিরাপত্তার জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক ফিচারের সুবিধা পাওয়া যাবে।

পোকো এফ৬ ফোনে গরিলা গ্লাস ভিকটাস দ্বারা সুরক্ষিত ৬.৬৭-ইঞ্চির ওলেড ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১.৫কে রেজোলিউশন এবং ২,৪০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। সিকিউরিটি ফিচার হিসাবে এতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে।

ওপ্পো এফ২৭ প্রো প্লাস বনাম পোকো এফ৬ : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র‍্যাম, স্টোরেজ

ওপ্পো এফ২৭ প্রো প্লাস ফোন মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর এবং মালি জি৬৮ জিপিইউ সহ এসেছে, যার সাথে ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ যুক্ত। এই ফোনে অতিরিক্তভাবে ৮ জিবি এক্সটেন্ডেড র‍্যাম ফিচারও সাপোর্ট করে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কালারওএস ১৪ কাস্টম স্কিন দ্বারা চালিত।

পোকো এফ৬ ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি সর্বোচ্চ ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। এই হ্যান্ডসেট অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপার ওএস কাস্টম স্কিনে রান করে।

ওপ্পো এফ২৭ প্রো প্লাস বনাম পোকো এফ৬ : ক্যামেরা সেটআপ

ওপ্পো এফ২৭ প্রো প্লাস স্মার্টফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল - এফ/১.৭ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেল অমনিভিশন ওভি৬৪বি প্রাইমারি সেন্সর + এফ/২.৪ অ্যাপারচার যুক্ত ২ মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স। এদিকে ডিভাইসের সামনে এফ/২.০ অ্যাপারচারের ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেখা যাবে।

পোকো এফ৬ ফোনের পিছনে দুটি প্রসারিত ক্যামেরা রিং রয়েছে, যার মধ্যে ডুয়েল সেন্সর অবস্থিত। এই ক্যামেরাগুলি হল - ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি-৬০০ প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে।

ওপ্পো এফ২৭ প্রো প্লাস বনাম পোকো এফ৬ : ব্যাটারি

ওপ্পো এফ২৭ প্রো প্লাস ৫জি ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৭ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে। এই ব্যাটারি মাত্র ৪৪ মিনিটে ফুল চার্জ হতে সক্ষম।

পোকো এফ৬ ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৯০ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

ওপ্পো এফ২৭ প্রো প্লাস বনাম পোকো এফ৬ : পরিমাপ

ওপ্পো এফ২৭ প্রো প্লাস স্মার্টফোনের পরিমাপ ১৬২.৭×৭৪.২×৭.৮৯ মিমি এবং ওজন ১৭৭ গ্রাম।

পোকো এফ৬ ফোনের পরিমাপ ১৬০.৫x৭৪.৫x৮ মিমি এবং ওজন ১৭৯ গ্রাম।

Show Full Article
Next Story