লঞ্চের আগেই ফাঁস হল Oppo Find X3 এর দাম ও ছবি

আগামী ১১ মার্চ চীনে লঞ্চ হবে Oppo Find X3 সিরিজ। যদিও লঞ্চের আগেই এই সিরিজের হ্যান্ডসেটগুলির স্পেসিফিকেশন ও ফিচার ইন্টারনেটে একে একে ফাঁস হচ্ছে। সেই…

আগামী ১১ মার্চ চীনে লঞ্চ হবে Oppo Find X3 সিরিজ। যদিও লঞ্চের আগেই এই সিরিজের হ্যান্ডসেটগুলির স্পেসিফিকেশন ও ফিচার ইন্টারনেটে একে একে ফাঁস হচ্ছে। সেই তালিকায় এখন এই সিরিজের বেস মডেল, Find X3 বা Find X3 Neo-র প্রারম্ভিক দাম ও লাইভ ইমেজ নতুন সংযোজন হিসেবে এল। চীনের একটি রিটেল ওয়েবসাইট থেকে অপ্পো ফাইন্ড এক্স৩ এর দাম জানা গেছে। আবার একজন উইবো (Weibo) ব্যবহারকারী গতকাল অপ্পো ফাইন্ড এক্স৩ ফোনটির ছবি পোস্ট করেছেন।

গিজমোচীনার রিপোর্ট অনুযায়ী, চীনের একটি ই-কমার্স সাইট থেকে Find X3 সিরিজের টিজার আপলোড করা হয়েছে। সেখানে এই সিরিজের স্মার্টফোনের দাম ৫,৪৯৯ ইউয়ান থেকে শুরু হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। ভারতীয় মুদ্রায় পরিমানটি প্রায় ৬১,৯৪১ টাকা।

Oppo Find X3 Live Image, Oppo Find X3 Price in India, Oppo Find X3 Launch in India, Oppo Find X3 Specification
চীনের ই-কমার্স সাইট থেকে Oppo Find X3 এর দাম ফাঁস

অন্যদিকে আর একজন উইবো ইউজার ব্লু কালার ভ্যারিয়েন্টে অপ্পো ফাইন্ড এক্স৩ হ্যান্ডসেটের ছবি পোস্ট করেছেন। তিনি ডিভাইসটি ফাইন্ড এক্স৩ বলে দাবি করেছেন। তবে এর সাথে কয়েকদিন আগেই ফাঁস হওয়া ফাইন্ড এক্স৩ প্রো-র অফিসিয়াল রেন্ডারের সাথে মিল রয়েছে। ফলে মনে হচ্ছে বেস মডেল ও প্রো মডেল একই ডিজাইন সহ আসবে।

Oppo Find X3 সিরিজের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

আগের একটি রিপোর্ট থেকে জানা গিয়েছিল, Oppo Find X3 সিরিজে তিনটি ফোন থাকবে – Find X3 Neo, Find X3 Pro, Find X3 Lite। এরমধ্যে অপ্পো ফাইন্ড এক্স৩ নিও এবং ফাইন্ড এক্স৩ প্রো -তে ৬.৭-ইঞ্চি কোয়াড এইচডি প্লাস কার্ভড এজ-টু-এজ ডিসপ্লে দেওয়া হবে। এর রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। আবার Reno 5 5G-র রিব্রান্ডেড ভার্সন Find X3 Lite আসবে ৬.৪-ইঞ্চি ফ্ল্যাট ডিসপ্লের সাথে। তিনটি ফোনেরই ডিসপ্লের বামদিকে থাকবে হোল-পাঞ্চ কাটআউট।

এদিকে Oppo Find X3 Pro-তে ব্যবহার হবে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর। ফোনটিতে থাকবে ১২ জিবি র‌্যাম। অন্যদিকে AIDA64 বেঞ্চমার্ক টেস্ট থেকে জানা গেছে সিরিজের বেস মডেল Find X3 Neo স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর সহ আসবে। ফোনটিতে ৮ জিবি র‌্যাম থাকবে।

প্রসঙ্গত, অপ্পো ফাইন্ড এক্স৩ প্রো-র কোয়াড ক্যামেরা সিস্টেমের যাবতীয় তথ্য Evan Blass তাঁর ভয়েস পোস্টে তুলে ধরেছিলেন। জানা গেছে, iPhone 12 Pro-এর আদলে Find X3 Pro-র ক্যামেরা মডিউলের ডিজাইন করা হয়েছে। তবে এখানে বড়ো ক্যামেরা বাম্প থাকছে। এই ফোনটির প্রাইমারি ক্যামেরাতে ৫০ মেগাপিক্সেল সনি IMX766 ইমেজ সেন্সর ব্যবহার করা হবে। এছাড়া বাকি তিনটি ক্যামেরা হবে ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, ২৫x জুম সাপোর্ট সহ ৩ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং সর্বেশেষে ২x অপটিক্যাল জুম সহ ১৩ মেগাপিক্সেল টেলিফটো লেন্স।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন