Oppo Find X5 Pro আসছে নজরকাড়া অ্যাকুয়া ব্লু কালারের সাথে, সেল শুরু ১ এপ্রিল থেকে

গত ফেব্রুয়ারি মাসে স্মার্টফোন সংস্থা ওপ্পো চীনের মার্কেটে তাদের Oppo Find X5 Pro মডেলটি লঞ্চ করে। আর এর কিছু দিন পরেই...
Ananya Sarkar 29 March 2022 9:08 PM IST

গত ফেব্রুয়ারি মাসে স্মার্টফোন সংস্থা ওপ্পো চীনের মার্কেটে তাদের Oppo Find X5 Pro মডেলটি লঞ্চ করে। আর এর কিছু দিন পরেই হ্যান্ডসেটটি উন্মোচিত হয় গ্লোবাল মার্কেটেও। এই ফোনটি চীন ও বিশ্ববাজারে গ্লেজ ব্ল্যাক এবং সিরামিক হোয়াইট - এই দুই কালার অপশনে উপলব্ধ রয়েছে। কিন্তু এবার চীনের মার্কেটের জন্য আকর্ষণীয় অ্যাকোয়া ব্লু (Aqua Blue) কালার অপশনে হাজির হতে চলেছে Oppo Find X5 Pro। তবে শুধু অ্যাকোয়া ব্লু কালারটিই এই নতুন মডেলের হাইলাইট হবে না, বরং এতে সম্পূর্ণ নতুন উপাদান হিসেবে লেদার বা চামড়াও ব্যবহার করা হবে। আজ সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে, চীনে Oppo Find X5 Pro-এর নতুন কালার অপশনটির সেল আগামী ১ এপ্রিল থেকে শুরু হতে চলেছে।

Oppo Find X5 Pro- এর Aqua Blue কালার অপশনের সেল শুরু ১ এপ্রিল থেকে

ওপ্পো ফাইন্ড এক্স৫ প্রো- এর নতুন অ্যাকোয়া ব্লু কালার অপশনটির ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম রাখা হয়েছে ৬,২৯৯ ইউয়ান (প্রায় ৭৫,২০০ টাকা)। আর এই মডেলটির চীনে ১ এপ্রিল থেকে বিক্রি শুরু হবে। এই ব্লু লেদার মডেলটি ৮.৮ মিলিমিটার পুরু হবে, যা সিরামিক হোয়াইট মডেলটির তুলনায় ০.৩ মিমি বেশি, তবে এটির ওজন ১৯৫ গ্রাম হবে, যা অন্য দুটি কালার অপশনের ২১৮ গ্রাম ওজনের থেকে লক্ষণীয়ভাবে হালকা।

জানিয়ে রাখি, ওপ্পো ফাইন্ড এক্স৫ প্রো- এ ৬.৭ ইঞ্চির কোয়াড এইচডি+ এলটিপিও অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। নিরাপত্তার জন্য একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও উপলব্ধ এবং ডিসপ্লের ওপরের বাম দিকে অবস্থিত পাঞ্চ হোল কাট আউটের মধ্যে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাটি বর্তমান। আবার ফোনের ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং ১৩ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স সমন্বিত ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে।

তবে, সম্ভবত Oppo Find X5 Pro- এর অন্যতম হাইলাইট হল, প্রথমবারের জন্য সংস্থার ডেভেলপ করা একটি এনপিইউ (NPU) ইমেজিং চিপের ব্যবহার। মারিসিলিকন এক্স (MariSilicon X) নামের এই ইমেজিং চিপটি তাইওয়ান সেমিকন্ডাক্টর নির্মাতা কোম্পানি (TSMC)-এর ৬ ন্যানোমিটার প্রক্রিয়ার উপর নির্মিত এবং বলা হয়েছে যে এটি ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্যভাবে ভালো ফলাফল অর্জন করতে সাহায্য করে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই ডিভাইসে ৮০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট সহ একটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, Oppo Find X5 Pro দুটি চিপ ভ্যারিয়েন্টে উপলব্ধ — একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর দ্বারা চালিত এবং অপরটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ চিপসেটটি ব্যবহার করা হয়েছে। যদিও উভয় মডেলই এই নতুন অ্যাকোয়া ব্লু কালার অপশনে পাওয়া যাবে কিনা তা এখনও স্পষ্ট নয়।

Show Full Article
Next Story