Oppo Find X8 সিরিজের ক্যামেরা ডিটেলস ফাঁস হল, চমক ডুয়াল পেরিস্কোপ টেলিফটো লেন্সে

চলতি বছরের শুরুতে Oppo Find X7 সিরিজটি বাজারে লঞ্চ হয়েছে। ব্র্যান্ডটি বর্তমানে এর উত্তরসূরি, Oppo Find X8 সিরিজের...
Ananya Sarkar 25 Jun 2024 11:10 AM IST

চলতি বছরের শুরুতে Oppo Find X7 সিরিজটি বাজারে লঞ্চ হয়েছে। ব্র্যান্ডটি বর্তমানে এর উত্তরসূরি, Oppo Find X8 সিরিজের স্মার্টফোনগুলির ওপর কাজ করছে। যদি কোম্পানি তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তবে এক সুপরিচিত টিপস্টার এখন Oppo Find X8 সিরিজের ক্যামেরা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন। তিনি স্ট্যান্ডার্ড Oppo Find X8 এবং হাই-এন্ড Oppo Find X8 Pro উভয় ফোনেরই ক্যামেরা সিস্টেমের বিবরণ প্রকাশ করেছেন।

ফাঁস হল Oppo Find X8 এবং Oppo Find X8 Pro ফোনের ক্যামেরার বিবরণ

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন তার ওয়েইবো (চীনা মাইক্রো ব্লগিং ওয়েবসাইট) পোস্টে ওপ্পো ফাইন্ড এক্স৮ ফোনটিকে "মিডিয়াম কাপ" হিসাবে উল্লেখ করেছেন। এতে একটি সিঙ্গেল পেরিস্কোপ টেলিফটো লেন্স সহ ট্রিপল-ক্যামেরা সিস্টেম থাকবে বলে জানা গেছে৷ এর প্রাইমারি সেন্সরটি ১/১.৪ ইঞ্চির ৫০ মেগাপিক্সেলের সেন্সর হবে বলে জানা গেছে। বাকি দুটি ক্যামেরার বিবরণ জানা যায়নি।

অন্যদিকে, “লার্জ কাপ” ওপ্পো ফাইন্ড এক্স৮ প্রো ফোনে দুটি পেরিস্কোপ টেলিফটো লেন্স সহ কোয়াড-ক্যামেরা সেটআপ থাকবে। স্ট্যান্ডার্ড মডেলের মতো প্রো মডেলেও সম্ভবত ১/১.৪ ইঞ্চির ৫০ মেগাপিক্সেলের প্রধান সেন্সর থাকবে বলে জানা গেছে। এটি একই সনি এলওয়াইটি-৮০৮ সেন্সর, যা ফাইন্ড এক্স৭-এর মতো। এছাড়াও জানা গেছে যে, নতুন পেরিস্কোপ মডিউলটি সনি আইএমএক্স৮৮২ সেন্সর (যা এলওয়াইটি নামেও পরিচিত) ব্যবহার করবে, যার আকার ১/১.৯৫৩ ইঞ্চি।

আগের রিপোর্টগুলি নির্দেশ করেছে যে, স্ট্যান্ডার্ড Oppo Find X8 ফোনটি MediaTek Dimensity 9400 প্রসেসর দ্বারা চালিত হবে এবং এতে ১.৫কে রেজোলিউশনের ফ্ল্যাট ডিসপ্লে থাকবে৷ ব্যাটারির ক্ষমতা ৫,১০০ থেকে ৫,৫০০ এমএএইচ-এর মধ্যে হতে পারে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে, Oppo Find X8 Pro মডেলটিতে ২.৭ডি কার্ভড ডিসপ্লে থাকবে বলে শোনা যাচ্ছে। একইভাবে, Find X8 এবং Find X8 Pro উভয়ই গ্লাস ব্যাক সহ আসবে বলে আশা করা হচ্ছে। ফোনগুলি এবছরের অক্টোবরে লঞ্চ হতে পারে। Oppo Find X7 লাইনআপে একটি Ultra মডেলও রয়েছে। তাই স্বাভাবিকভাবেই, আশা করা হচ্ছে যে Oppo Find X8 Ultra মডেলটিও মার্কেটে আসবে। এই ফোনটিতে সম্ভবত Snapdragon 8 Gen 4 চিপসেট অন্তর্ভুক্ত থাকবে, যদিও এটি আগামী বছরের কোনও এক সময়ে উন্মোচিত হবে বলে শোনা যাচ্ছে।

Show Full Article
Next Story