Oppo-র নতুন চমক, জুনের শেষে লঞ্চ হতে পারে ফোল্ডিং ফোন

ফোল্ডেবল স্মার্টফোন সেগমেন্টে এখন চোখ রাখলে অল্প কয়েকটি সংস্থার উপস্থিতি চোখে পড়বে। তবে চলতি বছরে ফোল্ডেবল ফোনের সম্ভার নিয়ে একাধিক স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা হাজির হবে…

ফোল্ডেবল স্মার্টফোন সেগমেন্টে এখন চোখ রাখলে অল্প কয়েকটি সংস্থার উপস্থিতি চোখে পড়বে। তবে চলতি বছরে ফোল্ডেবল ফোনের সম্ভার নিয়ে একাধিক স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা হাজির হবে বলে জল্পনা চলছে। লেটেস্ট রিপোর্ট থেকে এবার জানা গেল, অপ্পো (Oppo) ফোল্ডেবল ফোনের ওপর শেষমুহুর্তের কাজ করছে ও পরিকল্পনামাফিক সব কিছু ঠিকঠাক চললে জুনের শেষে অথবা সম্ভবত জুলাইতে সংস্থাটি ফোল্ডেবল ডিসপ্লের স্মার্টফোন লঞ্চ করবে। Oppo-র এই পরিকল্পনা ফাঁসের নৈপথ্যে জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন।

যদিও ফোল্ডিংফোনটির স্পেসিফিকেশন কি হতে পারে টিপস্টার সে বিষয়ে কিছু জানাননি। তবে তিনি বলেছেন, এই ফোনের ডিজাইন বা ফিচার কিছুদিন আগে সামনে আসা Oppo-র রোলেবল ডিসপ্লের কনসেপ্ট ফোনের মত হবেনা।

এদিকে ফোল্ডেবল ফোনের দৌড়ে Xiaomi, Vivo, ও Oppo-র মতো চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ডগুলির পাশাপাশি রয়েছে মার্কিনি টেকজায়েন্ট Google। ২০২১ সালের মধ্যেই কোম্পানিগুলি ফোল্ডেবল ফোন লঞ্চের সিদ্ধান্ত নিয়ে রেখেছে। তবে এই সম্পর্কিত রিপোর্টগুলি অভ্যন্তরীণ উৎস থেকে এসেছে এবং সামনাসামনি কোনো কোম্পানিকে ফোল্ডেবল ফোন নিয়ে উচ্চবাচ্য করতে দেখা যায়নি।

অন্যদিকে আপকামিং ফোল্ডেবল স্মার্টফোনগুলিতে আউট-ফোল্ডিং ডিজাইনের পরিবর্তে ইন-ফোল্ডিং মেকামিজম থাকবে বলে জল্পনা চলছে। সম্প্রতি The Elec-এর প্রতিবেদন মারফত জানা গিয়েছিল যে, অপ্পো, শাওমি ও গুগলকে সরবরাহ করার জন্য স্যামসাং, ইন-ফোল্ডিং ফোল্ডেবল ওলেড (OLED) ডিসপ্লের বিকাশ করছে।

ফোল্ডেবল ফোনের কথা যখন উঠলো তখন বলতে হয়, প্রচলিত ফ্ল্যাট ডিসপ্লের ফোনের তুলনায় ফোল্ডেবল ডিসপ্লে কতটা টেকসই ও কার্যকরী তা নিয়ে স্মার্টফোন ব্যবহারকারীরা দ্বিধাভিবক্ত। একাংশ মনে করেন, ফোল্ডেবল ডিসপ্লে বেশ কমপ্যাক্ট ও অন্যান্য ডিসপ্লের মতো এটি সমান মজবুত ও কর্মক্ষম। আবার এটি ভঙ্গুর ও কম কার্যকরী বলে অনেকের অভিমত।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন