Oppo Foldable: আগামী মাসেই বাজারে আসতে পারে ওপ্পো-র প্রথম ফোল্ডেবল ডিসপ্লের ফোন

Oppo Foldable Phone : এক দশকের ব্যবধানে পুরোপুরি পাল্টে গেছে স্মার্টফোনের দুনিয়া। ফিচার ফোন, টাচ স্ক্রিন ফোনের পর এখন ফোল্ডেবল বা ডুয়েল স্ক্রিন স্মার্টফোন বাজারে…

Oppo Foldable Phone : এক দশকের ব্যবধানে পুরোপুরি পাল্টে গেছে স্মার্টফোনের দুনিয়া। ফিচার ফোন, টাচ স্ক্রিন ফোনের পর এখন ফোল্ডেবল বা ডুয়েল স্ক্রিন স্মার্টফোন বাজারে পাওয়া যায়। Samsung, Huawei, Motorola-র মতো ব্র্যান্ড ইতিমধ্যেই বেশ কয়েকটি ফোল্ডেবল ডিসপ্লের ফোন লঞ্চ করেছে। আবার চলতি বছরে Xiaomi তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন Mi MIX Fold-এর উপর থেকে পর্দা সরিয়েছে। এখন লেটেস্ট রিপোর্ট অনুযায়ী, আরেক চীনা স্মার্টফোন ব্র্যান্ড, Oppo-ও আগামী মাসে এই বিশেষ ডিসপ্লের ফোন আনছে।

নভেম্বর মাসে লঞ্চ হতে পারে Oppo এর প্রথম ফোল্ডেবল স্মার্টফোন

গত সপ্তাহে প্রথমবার প্রকাশ্যে এসেছিল যে, Oppo চলতি বছরে প্রথম ফোল্ডেবল ফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। তবে এখন নতুন একটি রিপোর্টে দাবি করা হয়েছে, Oppo Foldable ফোন আগামী নভেম্বর মাসেই লঞ্চ হবে। আপকামিং এই ফোল্ডেবল স্মার্টফোন সম্পর্কে বিশেষ কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। তবে, ফাঁস হওয়া রিপোর্টে দাবি করা হয়েছে যে Oppo Foldable স্মার্টফোনের ডিজাইন Galaxy Z Fold 3 এবং Huawei Mate X2 এর অনুরূপ হবে।

Oppo Foldable স্মার্টফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

GizmoChina-এর রিপোর্ট অনুযায়ী, ওপ্পোর ফোল্ডেবল স্মার্টফোনে একটি ৮ ইঞ্চির LTPO OLED ডিসপ্লে প্যানেল দেখা যেতে পারে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ হবে এবং এটি ২কে (2K) রেজোলিউশন অফার করবে। আবার, জনপ্রিয় টিপস্টার, ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, Oppo Foldable ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর ব্যবহার করা হবে। আসন্ন এই স্মার্টফোন ColorOS কাস্টম স্কিনে রান করতে পারে। যদিও, ওপ্পো তাদের এই হ্যান্ডসেটে অ্যান্ড্রয়েড ১১ (Android 11) নাকি অ্যান্ড্রয়েড ১২ (Android 12) অপারেটিং সিস্টেম ব্যবহার করবে, তা এখনও স্পষ্ট নয়। তদুপরি, ফটোগ্রাফির জন্য ফোনের ব্যাক প্যানেল ৫০ মেগাপিক্সেল Sony IMX766 সেন্সর এবং সামনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে।

Hand ID টেকনোলজি নিয়ে কাজ করছে Oppo

ওপ্পো সম্প্রতি একটি নতুন প্রযুক্তির পেটেন্ট দায়ের করেছে। এই নতুন টেকনোলজির পেটেন্ট নম্বর হল – CN110298944B এবং এটি “Venous Unlocking” প্রক্রিয়া এবং “Vein Unlocking” ডিজাইন নামে সামনে এসেছে। রিপোর্ট অনুযায়ী, এই টেকনোলজির ব্যবহার সংস্থার আসন্ন ওয়্যারেবল ডিভাইসে করা হবে। এছাড়া জানা যাচ্ছে, ওপ্পোর এই নতুন টেকনোলজি ফেসিয়াল রিকগনিশন এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের মতো বায়োমেট্রিক সিস্টেমের সাথে আসবে। এটি স্কিন সেন্সর ব্যবহার করে ইউজারের হাতের স্পর্শ শনাক্ত করবে। সোজা ভাষায় বললে, ইউজারদের হাতের স্পর্শ পাওয়া মাত্রই ডিভাইস অ্যাক্টিভ হয়ে যাবে। তাই কার্যকারিতার নিরিখে, এই টেকনোলজিকে হয়তো হ্যান্ড আইডি হিসাবে চালু করা হবে।