Oppo K10 ভারতে ২০ হাজার টাকার রেঞ্জে লঞ্চ হচ্ছে, পাবেন ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

চীনা স্মার্টফোন নির্মাতা ওপ্পো (Oppo) খুব শীঘ্রই তাদের K সিরিজের নতুন স্মার্টফোন ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। সংস্থার তরফে এই ফোনগুলির প্রোমোশনাল টিজারও প্রকাশ্যে আসতে…

চীনা স্মার্টফোন নির্মাতা ওপ্পো (Oppo) খুব শীঘ্রই তাদের K সিরিজের নতুন স্মার্টফোন ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। সংস্থার তরফে এই ফোনগুলির প্রোমোশনাল টিজারও প্রকাশ্যে আসতে শুরু করেছে। যদিও বিগত কয়েক বছর ধরে ওপ্পোর A সিরিজ, F সিরিজ এবং Find সিরিজের অনেকগুলি স্মার্টফোন ভারতের বাজারে পা রেখেছে, কিন্তু ২০১৯ সালে Oppo K3 5G হ্যান্ডসেটটি লঞ্চের পর এদেশে কোনও K লাইনআপের ফোন উন্মোচন করেনি সংস্থা। তবে এবার ওপ্পোর ভারতীয় শাখার ওয়েবসাইটে আসন্ন Oppo K10 ফোনটির একটি ল্যান্ডিং পেজ লাইভ হয়েছে। লিস্টিংটি নিশ্চিত করেছে যে চীনা সংস্থাটি ২৩ মার্চ এই আপকামিং ডিভাইসটির ওপর থেকে পর্দা সরাবে।

ভারতে Oppo K10 আসছে চলতি মাসেই

চীনা সংস্থাটি আগামী ১৬ মার্চ থেকে ওপ্পো কে১০ হ্যান্ডসেটটি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করতে শুরু করবে। আবার ফোনটি আগামী ২৩ মার্চ উন্মোচন করা হবে এবং ২৯ মার্চ এর প্রথম সেল শুরু হবে৷ ওপ্পো ইন্ডিয়ার ওয়েবসাইট ছাড়াও, হ্যান্ডসেটটি ভারতীয় ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart)-এর মাধ্যমেও কেনার জন্য উপলব্ধ হবে৷

এছাড়া, সাইটের ল্যান্ডিং পেজটি প্রকাশ করেছে ওপ্পো কে১০ ব্লু এবং ব্ল্যাক- এই দুই কালার অপশনে বাজারে উপলব্ধ হবে। এই নতুন ডিভাইসটির রিয়ার প্যানেলে একটি বড় আয়তক্ষেত্রাকার ব্লক দেখতে পাওয়া যাবে, যেটির মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল ক্যামেরা ইউনিট দেওয়া হবে এবং ক্যামেরা ইউনিটের ডানদিকে “10-K Super Performance” লেখাটি থাকবে৷ আবার ফোনের বাম প্রান্তে ভলিউম রকার এবং এর ডান সাইডে পাওয়ার বাটনটি পাওয়া যাবে। এই পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটিও এম্বেড করা থাকবে। সম্ভবত ওপ্পো কে১০-এর ডিসপ্লেতে পাঞ্চ-হোল ডিজাইনটি দেখতে পাওয়া যাবে।

টেক সাইট গ্যাজেটস ৩৬০ (Gadgets 360)-এর একটি রিপোর্ট অনুযায়ী, Oppo K10 মিডিয়াটেকের ডাইমেনসিটি ৮০০০ সিরিজের একটি চিপসেট দ্বারা চালিত হবে। তবে প্রসেসরের সঠিক নামটি আগামী ১৭ মার্চ নিশ্চিত করা হবে। ভারতে এই হ্যান্ডসেটটির দাম ২০,০০০ টাকারও কম হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি PGIM10 মডেল নম্বর সহ একটি ওপ্পো ফোন চীনের 3C সার্টিফিকেশন সাইট থেকে অনুমোদন লাভ করেছে। অনুমান করা হচ্ছে যে, এই ডিভাইসটি Oppo K10 নামেই দেশে লঞ্চ করা হবে। ডিভাইসটির 3C-এর তালিকাটি প্রকাশ করেছে যে, এতে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। মনে করা হচ্ছে, K10-এর একটি উচ্চতর ভ্যারিয়েন্টও বাজারে আসবে, যেটিতে লেটেস্ট মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ চিপসেট ব্যবহার করা হবে এবং ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।