Oppo K10 Pro 5G আসছে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর ও ৮ জিবি র‌্যামের সাথে, দেখা গেল Geekbench-এ

ওপ্পো আগামী ২৪ এপ্রিল হোম মার্কেট চীনে তাদের আপকামিং Oppo K10 সিরিজটি লঞ্চ করবে। এই সিরিজটিতে Oppo K10 5G এবং K10 Pro 5G...
Ananya Sarkar 24 April 2022 7:25 PM IST

ওপ্পো আগামী ২৪ এপ্রিল হোম মার্কেট চীনে তাদের আপকামিং Oppo K10 সিরিজটি লঞ্চ করবে। এই সিরিজটিতে Oppo K10 5G এবং K10 Pro 5G মডেল দুটি অন্তর্ভুক্ত থাকবে। সম্প্রতি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটে Oppo K10 5G বেস মডেলটিকে স্পট করা হয়েছিল। আর এখন, Oppo K10 Pro 5G হ্যান্ডসেটটিও গিকবেঞ্চের প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে। সাইটের তালিকাটি আপকামিং ডিভাইসটির প্রসেসর, সফটওয়্যার আর মেমরি সম্পর্কীত তথ্যগুলি প্রকাশ করেছে।

Oppo K10 Pro 5G- কে দেখতে পাওয়া গেল Geekbench-এর সাইটে

PGIM10 মডেল নম্বর সহ ওপ্পো কে১০ প্রো ৫জি ফোনটি গিকবেঞ্চের সাইটে তালিকাভুক্ত হয়েছে। ডিভাইসটি গিকবেঞ্চের সিঙ্গেল-কোর টেস্টে ৭৩৪ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ৩,১১৯ পয়েন্ট অর্জন করেছে। এই তালিকাটি প্রকাশ করেছে যে, এই ওপ্পো ফোনে যে চিপসেট ব্যবহার করা হয়েছে, তার কোডনেম “লাহাইনা” (lahaina) এবং এটি ২.৮৪ গিগাহার্টজ সর্বোচ্চ ফ্রিকোয়েন্সিতে রান করে। তালিকায় উল্লেখিত এই বিবরণ গুলি থেকে বোঝাই যাচ্ছে যে এই ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত হবে।

এছাড়া তালিকাটি নিশ্চিত করে যে, ফোনটি ৮ জিবি র‍্যাম সহ আসবে। আবার আশা করা যায় ওপ্পো কে১০ প্রো ৫জি ১২৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। গিকবেঞ্চ তালিকাটি আরও প্রকাশ করেছে যে, ফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করবে।

Oppo-K10-Pro-5G-Geekbench

জানিয়ে রাখি, সম্প্রতি এই স্মার্টফোনের স্পেসিফিকেশনগুলি অনলাইনে ফাঁস হয়েছে, যা থেকে জানা যাচ্ছে Oppo K10 Pro 5G-তে ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬২ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে আছে বলে জানা গেছে। মনে করা হচ্ছে এই হ্যান্ডসেটে সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ-হোল ডিসপ্লে ডিজাইন দেখতে পাওয়া যাবে এবং নিরাপত্তার জন্য, Oppo K10 Pro 5G-তে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রিডারও মিলবে।

ফটোগ্রাফির জন্য, Oppo K10 Pro 5G-এর রিয়ার প্যানেলে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ প্রাইমারি লেন্স, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সিস্টেম উপস্থিত থাকবে। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo K10 Pro 5G ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে।

Show Full Article
Next Story