20 হাজার টাকার কমে Oppo K10 আসছে Snapdragon 680 প্রসেসর ও 90Hz ডিসপ্লে সহ

স্মার্টফোন সংস্থা ওপ্পো প্রায় তিন বছর পর আবার ভারতের বাজারে তাদের K-সিরিজের নতুন স্মার্টফোন উন্মোচন করতে চলেছে। চীনা...
Ananya Sarkar 19 March 2022 11:43 AM IST

স্মার্টফোন সংস্থা ওপ্পো প্রায় তিন বছর পর আবার ভারতের বাজারে তাদের K-সিরিজের নতুন স্মার্টফোন উন্মোচন করতে চলেছে। চীনা সংস্থাটি ইতিমধ্যেই নিশ্চিত করেছে, আগামী ২৩ মার্চ এদেশে আপকামিং Oppo K10 স্মার্টফোনটির ওপর থেকে পর্দা সরানো হবে। সংস্থার ভারতীয় শাখার ওয়েবসাইটে এই হ্যান্ডসেটের একটি ল্যান্ডিং পেজও লাইভ হয়েছে। এমনকি কয়েকদিন আগে একটি রিপোর্ট থেকে এই ওপ্পো ফোনের সম্ভাব্য দামটিও সামনে এসেছিল। আর এবার আরেকটি নতুন রিপোর্টে Oppo K10-এর প্রধান স্পেসিফিকেশনগুলি প্রকাশ করা হয়েছে। আসুন তাহলে জেনে নেওয়া যাক ওপ্পোর এই আসন্ন স্মার্টফোনটি সম্পর্কে কি কি নতুন তথ্য সামনে এল।

ওপ্পো কে১০-এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Oppo K10 Expected Specifications)

91Mobiles- এর নতুন রিপোর্ট অনুযায়ী, ওপ্পো কে১০-এর ভারতীয় সংস্করণে ৬.৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে দেওয়া হবে, যা ফুল এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এই ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট দ্বারা চালিত হবে যার সাথে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ থাকবে। এই স্টোরেজটি মাইক্রোএসডি কার্ড স্লটের সাহায্যে সম্প্রসারণ করা যাবে।

ক্যমেরার ক্ষেত্রে, ওপ্পো কে১০- এর ব্যাক প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা সিস্টেমের মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর, এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স উপস্থিত থাকবে বলে মনে করা হচ্ছে৷ রিয়ার ক্যামেরা সেন্সরগুলি বড় আকারের ক্যামেরা মডিউলে রাখা হবে, যেমনটি প্রোমোশনাল টিজারে দেখা গেছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখতে পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo K10 ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে। এই হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক কালারওএস ১১.১ (ColorOS 11.1) ইউজার ইন্টারফেসে রান করে। নিরাপত্তার জন্য, এই ফোনে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। এছাড়াও, Oppo K10- এ ইউএসবি টাইপ-সি পোর্ট, ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, স্পিকার গ্রিল এবং মাইক্রোফোন দেওয়া হবে। এই আপকামিং ফোনটির একটি বাম প্রান্তে ভলিউম রকার এবং একটি সিম ট্রে পাওয়া যাবে। আবার উল্লিখিত ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি পাওয়ার বাটনের সাথে এম্বেড করা থাকবে।

উল্লেখ্য, এর আগেই জানা গেছে ভারতে Oppo K10 স্মার্টফোনটির দাম ২০,০০০ টাকার নীচে রাখা হবে। ওপ্পো ফোনটি ভারতীয় ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্ট-এর মাধ্যমে বিক্রি করা হবে।

Show Full Article
Next Story