Oppo K9 Pro ফোনে থাকবে ১২ জিবি র‌্যাম, Dimensity 1200 প্রসেসর সহ দেখা গেল Geekbench-এ

কয়েকমাস আগে চীনে আত্মপ্রকাশ ঘটেছিল Oppo K9-এর৷ বাজারে এই স্মার্টফোনটি বেশ ভালই জনপ্রিয়তা লাভ করেছিল। তাই এবার Oppo K9-এর আপগ্রেড ভার্সন, K9 Pro আনতে চলেছে…

কয়েকমাস আগে চীনে আত্মপ্রকাশ ঘটেছিল Oppo K9-এর৷ বাজারে এই স্মার্টফোনটি বেশ ভালই জনপ্রিয়তা লাভ করেছিল। তাই এবার Oppo K9-এর আপগ্রেড ভার্সন, K9 Pro আনতে চলেছে Oppo। সম্প্রতি বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছিল, চীনের TENAA অথরিটির থেকে ছাড়পত্র পাওয়া Oppp PEYM00 মডেল মম্বরের ফোনটি আসলে Oppo K9 Pro-এর। এখন ওই মডেল নম্বরের সঙ্গে একটি Oppo ব্র্যান্ডেড হ্যান্ডসেট বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম গিকবেঞ্চে হাজির হয়ে জল্পনা বাড়াল।

Oppo K9 Pro কে দেখা গেল Geekbench-এ

গিকবেঞ্চের লিস্টিং অনুসারে, Oppp PEYM00 বা Oppo K9 Pro ফোনে MediaTek MT6893Z/CZA প্রসেসর থাকবে। যার চারটি কোর ২ গিগাহাটর্জ স্পিডে, তিনটি কোর ২.৬০ গিগাহাটর্জ স্পিডে, এবং একটি প্রাইম কোর ৩ গিগাহাটর্জ স্পিডে কাজ করবে। প্রসেসেরের নাম উল্লেখ করা ছিল না। তবে কোরের স্পেসিফিকেশন দেখে এটি Dimensity 1200 প্রসেসর বলেই মনে হচ্ছে। উল্লেখ্য, Oppo K9 ফোনে Snapdragon 768G চিপসেট দেওয়া হয়েছিল।

Oppo K9 Pro Geekbench listing

এছাড়া গিকবেঞ্চ থেকে জানা গিয়েছে, ১২ জিবি র‌্যাম, অ্যান্ড্রয়েড ১১ ওএস সহযোগে আসবে Oppo K9 Pro। স্মার্টফোনটি গিকবেঞ্চের সিঙ্গেল কোর ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে ৮১৯ ও ২৪৯৪ পয়েন্ট স্কোর করেছে।

Oppo K9 Pro স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

ওপ্পো কে১৯ প্রো ইতিমধ্যে টেনা অথরিটির থেকে অনুমোদন পেয়েছে। সেই সূত্রে এর সম্পর্কে উঠে এসেছে একাধিক তথ্য।

ওপ্পো কে১৯ প্রো ৫জি কানেক্টিভিটি সহ আসবে। এই স্মার্টফোনে রয়েছে ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার এসপেক্ট রেশিও ২০:৯। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৪,৪০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এটি র‌্যাপিড চার্জিং (সম্ভবত ৬৫ ওয়াট) সাপোর্ট করবে।

ওপ্পো কে১৯ প্রো-র ব্যাক প্যানেলে ৬৪ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে। সেলফির জন্য আছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। এছাড়া এই ফোনে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।