Oppo Reno 8 সিরিজ আগামী মাসে ভারতে লঞ্চ হতে পারে, প্রসেসরে বড় চমকের সম্ভাবনা
Oppo Reno 8 সিরিজ চলতি মাসেই চীনে আত্মপ্রকাশ করতে পারে। এটি গত বছর লঞ্চ হওয়া Reno 7 লাইনআপের উত্তরসূরী হিসাবে আসছে। এ...Oppo Reno 8 সিরিজ চলতি মাসেই চীনে আত্মপ্রকাশ করতে পারে। এটি গত বছর লঞ্চ হওয়া Reno 7 লাইনআপের উত্তরসূরী হিসাবে আসছে। এ মাসে Reno 8 ও Reno 8 Pro বলে দু'টি স্মার্টফোন মুক্তি পাবে বলে জল্পনা শোনা যাচ্ছে। যদিও ওপ্পোর তরফে এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করা হয়নি। এদিকে Oppo Reno 8 সিরিজ ভারতে কবে পা রাখবে, সেই লঞ্চ টাইমলাইন সম্পর্কে আভাস দিলেন এক ভারতীয় টিপস্টার।
Oppo Reno 8 সিরিজ ভারতে কবে লঞ্চ হবে?
প্রযুক্তিদুনিয়ার গোপন খবর ফাঁস করার জন্য পরিচিত জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মার দাবি, ওপ্পো রেনো ৮ সিরিজের লঞ্চ ইভেন্ট সামনের মাসে অর্থাৎ জুনে এ দেশে হোস্ট করার সম্ভাবনা আছে। আবার রেনো ৮ সিরিজের সঙ্গে ওপ্পো একাধিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমন্বিত ডিভাইস লঞ্চ করবে বলে জানিয়েছেন তিনি। যদিও লঞ্চের দিনক্ষণ এবং ডিভাইসগুলি কী ধরনের, সে বিষয়ে বিশদ তথ্য নেই।
Oppo Reno 8 স্পেসিফিকেশন (সম্ভাব্য)
বিভিন্ন মহল থেকে পাওয়া খবর অনুযায়ী, ৬.৫ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে আসবে ওপ্পো রেনো ৮ স্মার্টফোনে। এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ফুল এইচডি+ রেজোলিউশন সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য থাকবে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটি এখনও লঞ্চ না হওয়া স্ন্যাপড্রাগন ৭ জেন ১ চিপসেটের সঙ্গে আসবে বলে দাবি করা হয়েছে। যা ডাইমেনসিটি ৮১০০ চিপসেটের প্রতিদ্বন্দ্বী রূপে আসছে বলে খবর।
এছাড়া, ওপ্পো রেনো ৮-এর ব্যাটারি ক্যাপাসিটি হতে পারে ৪,৫০০ এমএএইচ। এটি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, এবং ২ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হতে পারে। অনুমান, রেনো ৭ সিরিজের মতো এটি ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সহযোগে লঞ্চ হতে পারে।