Nokia-র সাথে আইনি লড়াইয়ে হার, বিক্রি বন্ধ হল Oppo, OnePlus স্মার্টফোনের
বিবিকে ইলেকট্রনিক্স (BBK Electronics)-এর অধীনস্থ স্মার্টফোন ব্র্যান্ড ওপ্পো (Oppo) এবং ওয়ানপ্লাস (OnePlus)-এর...বিবিকে ইলেকট্রনিক্স (BBK Electronics)-এর অধীনস্থ স্মার্টফোন ব্র্যান্ড ওপ্পো (Oppo) এবং ওয়ানপ্লাস (OnePlus)-এর ডিভাইসগুলি জার্মানির বাজারে বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উভয় ব্র্যান্ডই জার্মান আদালতের নির্ধারিত শর্তাবলী মেনে চলতে অস্বীকার করার পরেই এই আদেশ জারি করা হয়। এই ঘটনার সূচনা হয় ওপ্পো এবং ওয়ানপ্লাসের বিরুদ্ধে একটি পেটেন্ট লঙ্ঘনের মামলার থেকে, যেটি দায়ের করেছিল ফিনল্যান্ডের জনপ্রিয় প্রযুক্তি সংস্থা নোকিয়া (Nokia) এবং তারা এই মামলায় সফলভাবে জয়লাভ করে। ফলে স্বাভাবিকভাবেই ইউরোপীয় দেশটিতে ব্যবসার ক্ষেত্রে ব্র্যান্ড দুটি এখন বেশ চাপের মুখেই পড়েছে।
জার্মানিতে OnePlus এবং Oppo-এর স্মার্টফোন বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করলো আদালত
ওয়ানপ্লাস এবং ওপ্পো তাদের হ্যান্ডসেটে ব্যবহার করা ৪জি এবং ৫জি প্রযুক্তির বৈধ লাইসেন্স ধারণ করেনি বলে চলতি বছরের জুলাইয়ে ম্যানহেইমের একটি জার্মান আদালত ফিনিশ কোম্পানি নোকিয়ার পক্ষে রায় দান করে। এরপর উভয় পক্ষকে একটি নিষ্পত্তিতে পৌঁছানোর জন্য আদালতে হাজির হওয়ার কথা ছিল, কিন্তু তারা তা করেনি। আদালত তখন জার্মানিতে ওপ্পো এবং ওয়ানপ্লাসের স্মার্টফোন বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়।
নিষেধাজ্ঞার পর, জার্মানিতে ওপ্পোর অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রোডাক্ট পেজটি সরিয়ে দেওয়া হয়েছে। এখন সাইটে শুধুমাত্র "আমাদের ওয়েবসাইটে পণ্যের তথ্য বর্তমানে পাওয়া যাচ্ছে না"- এই নোটটি দেখা যাচ্ছে। পাশাপাশি কোম্পানি সীমাবদ্ধতা ছাড়াই ওপ্পো প্রোডাক্টের ব্যবহার চালিয়ে যাওয়া, সাপোর্ট অ্যাক্সেস করা এবং ভবিষ্যতের আপডেট পাওয়ার মতো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরও একটি নোটের সাথে দিয়েছে। তারা জানিয়েছে যে, "হ্যাঁ, আপনি সীমাবদ্ধতা ছাড়াই আপনার ওপ্পো পণ্যগুলি ব্যবহার করা চালিয়ে যেতে পারেন, অ্যাক্সেস সাপোর্ট এবং অবশ্যই, আপনি ভবিষ্যতের সমস্ত আপডেটও পাবেন।" প্রসঙ্গত, ওপ্পো জার্মানিতে ইয়ারফোন এবং মোবাইল চার্জারের মতো ডিভাইসগুলির বিক্রি চালিয়ে যাবে৷ অন্যদিকে, ওয়ানপ্লাসও তাদের জার্মান ওয়েবসাইটের প্রোডাক্ট পেজ থেকে তাদের সমস্ত স্মার্টফোন সরিয়ে দিয়েছে।
এছাড়া রিপোর্ট অনুসারে, Nokia লাইসেন্সিং ফি হিসাবে বিক্রি করা প্রতিটি OnePlus এবং Oppo স্মার্টফোনের জন্য ২.৫০ ইউরো (প্রায় ২০৩ টাকা) সেটেলমেন্ট অ্যামাউন্ট দাবি করেছিল। এই চাহিদাটি শুধুমাত্র জার্মানিতে বিক্রির জন্য নয়, বিশ্বব্যাপী উভয় ব্র্যান্ডের বিক্রয়ের জন্যই দাবি করা হয়েছিল৷ ব্র্যান্ডগুলি বিশ্ববাজারে কতটা বড় হয়ে উঠেছে তা বিবেচনা করে, এই সেটেলমেন্ট অ্যামাউন্টের পরিমাণ কতটা হতে পারে তা সহজেই অনুমান করা যায়। সুতরাং, এটি আশ্চর্যজনক হবে না, যদি Oppo এবং OnePlus উভয় ব্র্যান্ডই জার্মানির বাজার থেকে সম্পূর্ণভাবে প্রস্থান করার সিদ্ধান্ত নেয়।
উল্লেখ্য, সমস্যাটি সেখানেই শেষ হয়নি, কেননা Nokia এখন সমগ্র ইউরোপ জুড়ে BBK-মালিকানাধীন বড় কোম্পানিগুলির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। যদি এই আদালতগুলি Nokia-এর পক্ষে রায় দান করে, তাহলে ভবিষ্যতে হয়তো দেখা যাবে যে Oppo, OnePlus-এর মতো অন্যান্য ব্র্যান্ডগুলিও ইউরোপীয় বাজার থেকে বিদায় নেবে।