ভিডিয়ো দেখুন যত খুশি, বিশাল ব্যাটারি ও তুফানি চার্জিং স্পিডের সঙ্গে নতুন ট্যাবলেট আনছে Oppo

ওপ্পো সম্প্রতি চীনে ফ্ল্যাগশিপ Oppo Pad 2 ট্যাবলেট লঞ্চ করেছে৷ এটি আকর্ষণীয় ডিসপ্লে, একটি শক্তিশালী প্রসেসর এবং একটি...
Ananya Sarkar 1 April 2023 4:33 PM IST

ওপ্পো সম্প্রতি চীনে ফ্ল্যাগশিপ Oppo Pad 2 ট্যাবলেট লঞ্চ করেছে৷ এটি আকর্ষণীয় ডিসপ্লে, একটি শক্তিশালী প্রসেসর এবং একটি প্রিমিয়াম মেটাল বডি সহ এসেছে৷ যদিও ট্যাবলেটটি বর্তমানে শুধুমাত্র চীনে উপলব্ধ, তবে অনুমান করা হচ্ছে যে, Oppo Pad 2 খুব শীঘ্রই চীনের বাইরে লঞ্চ হবে। আর এখন সেই জল্পনাকে আরও বাড়িয়ে দিয়ে নতুন ওপ্পো ট্যাবলেটটি মালয়েশিয়ার এসআইআরআইএম (SIRIM) সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে।

Oppo Pad 2-এর গ্লোবাল সংস্করণ পেল SIRIM-এর অনুমোদন

দ্য টেক আউটলুক-এর রিপোর্ট অনুসারে, OPD2202 মডেল নম্বর সহ ওপ্পো প্যাড ২-এর গ্লোবাল ভ্যারিয়েন্টটি মালয়েশিয়ার এসআইআরআইএম (SIRIM) সার্টিফিকেশন ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে। যদিও, এই ট্যাবটির স্পেসিফিকেশন সম্পর্কে কোনও বিস্তারিত তথ্য ডেটাবেসে প্রকাশ করা হয়নি। তবে, শোনা যাচ্ছে যে গ্লোবাল মার্কেটে ওপ্পো প্যাড ২ চীনের মতো একই স্পেসিফিকেশন অফার করবে।

Oppo Pad 2-এর স্পেসিফিকেশন

গত মাসের শেষের দিকে চীনের মার্কেটে লঞ্চ হওয়া ওপ্পো প্যাড ২ একটি মসৃণ এবং স্টাইলিশ ট্যাবলেট যা ব্যবহারকারীদের অসাধারণ দেখার অভিজ্ঞতা প্রদান করে। এতে রয়েছে ১১.৬১ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে, যা ৭:৫ অ্যাসপেক্ট রেশিও, ৮৮% স্ক্রিন-টু-বডি রেশিও, ডলবি ভিশন সাপোর্ট এবং ৫০০ নিটের পিক ব্রাইটনেস অফার করে। এছাড়াও, এই স্ক্রিনটি ২,৮০০ x ২,০০০ পিক্সেলের রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ১০-বিট কালারের সাথে অতুলনীয় ভিজ্যুয়াল সরবরাহ করতে সক্ষম।

ট্যাবলেটটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ চিপসেট দ্বারা চালিত, যা সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজের সাথে যুক্ত। ওপ্পো প্যাড ২ অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে কালারওএস ১৩.১ (ColorOS 13.1) কাস্টম স্কিনে চলে।

ফটোগ্রাফির জন্য, Oppo Pad 2-এর ব্যাক প্যানেলে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা একটি ক্যামেরা রয়েছে, যা ৩০ ফ্রেম প্রতি সেকেন্ড (fps) হারে ৪কে (4K) ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। আর ট্যাবটির সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করছে, যা ৩০ ফ্রেম প্রতি সেকেন্ড (fps) হারে ১,০৮০ পিক্সেলের ভিডিও ক্যাপচার করে।

পাওয়ার ব্যাকআপের জন্য, এতে ৯,৫১০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৬৭ ওয়াট সুপারভোক (SuperVOOC) চার্জিং সাপোর্ট করে। উৎকৃষ্ট গুণমানের অ্যালুমিনিয়াম দিয়ে নির্মিত Oppo Pad 2 একটি প্রিমিয়াম লুক অফার করে। সেইসাথে এর কানেক্টিভিটি অপশনে সামিল রয়েছে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৩, জিপিএস এবং একটি ইউএসবি-সি পোর্ট।

এছাড়া, Oppo Pad 2 ওপ্পো পেন্সিল ২ (Oppo Pencil 2) এবং একটি নতুন স্মার্ট টাচ কীবোর্ডের সাথে কম্প্যাটিবল। তবে ট্যাবটিতে সিম কার্ড সাপোর্ট করে না, অর্থাৎ এটি একমাত্র ওয়াই-ফাই ওনলি ভ্যারিয়েন্টে উপলব্ধ। সামগ্রিকভাবে, Oppo Pad 2 এমন একটি ট্যাবলেট, যা শৈলী, কার্যকারিতা এবং কর্মক্ষমতাকে একত্রিত করে ইউজারদের একটি প্রিমিয়াম ট্যাবলেটের অভিজ্ঞতা প্রদান করতে সক্ষম।

Show Full Article
Next Story