শুরু হল Oppo Pad Air এর প্রি-অর্ডার, নতুন ট্যাবলেটের দাম ও ফিচার দেখে নিন

স্মার্টফোন ব্র্যান্ড ওপ্পো সম্প্রতি তাদের Oppo Pad-এর হাত ধরে ট্যাবলেটের বাজারে পা রেখেছে। এই ট্যাবটি হোম মার্কেট চীনে...
Ananya Sarkar 14 May 2022 12:01 AM IST

স্মার্টফোন ব্র্যান্ড ওপ্পো সম্প্রতি তাদের Oppo Pad-এর হাত ধরে ট্যাবলেটের বাজারে পা রেখেছে। এই ট্যাবটি হোম মার্কেট চীনে ১১ ইঞ্চির এলসিডি ডিসপ্লে এবং Qualcomm Snapdragon 870 প্রসেসর ও ৫জি কানেক্টিভিটি সহ লঞ্চ হয়েছে৷ তবে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, সংস্থাটি হোম মার্কেটের জন্য আরেকটি মিড-রেঞ্জ ট্যাবলেটের ওপর কাজ করছে৷ এই ডিভাইসটি Oppo Pad Air নামে বাজারে আসবে, যা আজ থেকে চীনে চুপিসারে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ হয়েছে। চলুন এই আসন্ন ওপ্পো ট্যাবটির সম্পর্কে এখনও অবধি কি কি তথ্য প্রকাশ্যে এসেছে দেখে নেওয়া যাক।

ওপ্পো প্যাড এয়ার-এর ডিজাইন (Oppo Pad Air Design)

আপকামিং ওপ্পো প্যাড এয়ার-এ ওপ্পো পেন্সিল স্টাইলাস সাপোর্ট করবে এবং এর ব্যাক প্যানেলে সিঙ্গেল ক্যামেরা থাকবে। এই ট্যাবলেটটি একটি ফোলিও কীবোর্ড কেসের সাথেও আসতে পারে। সংস্থার তরফে এখনও ট্যাবলেটটির প্রযুক্তিগত বিবরণ নিশ্চিত করা হয়নি। তবে, নির্ভরযোগ্য টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন ডিভাইসটির সম্ভাব্য প্রধান স্পেসিফিকেশনগুলি শেয়ার করেছেন।

ওপ্পো প্যাড এয়ার-এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Oppo Pad Air Expected Specifications)

ডিজিটাল চ্যাট স্টেশন-এর একটি সাম্প্রতিক ওয়েইবো (Weibo) পোস্ট অনুযায়ী, আসন্ন ওপ্পো প্যাড এয়ার ট্যাবলেটে ১০.৩৬ ইঞ্চির এলসিডি ডিসপ্লে থাকবে, যা ২,০০০ x ১,২০০ পিক্সেল রেজোলিউশন এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে৷ এই ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট দ্বারা চালিত হবে, যা নির্দেশ করে যে এটি একটি ৪জি কানেক্টিভিটি যুক্ত ট্যাব হতে চলেছে।

আসন্ন Oppo Pad Air-এ ৭,১০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ১৮ ওয়াট দ্রুত চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। অডিওর জন্য এতে ডলবি অ্যাটমস-এর টিউন করা কোয়াড স্পিকারও পাওয়া যাবে। তবে এখনও ওপ্পো ট্যাবলেটটির ক্যামেরা স্পেসিফিকেশনগুলি প্রকাশ্যে আসেনি।

উল্লেখ্য, টিপস্টার দাবি করেছেন যে, এই ডিভাইসটির দাম প্রায় ১,০০০ ইউয়ান (আনুমানিক ১১,৫০০ টাকা) রাখা হতে পারে৷ তিনি আরও জানিয়েছেন যে, অন্যান্য প্রতিযোগী ব্র্যান্ডগুলিও চীনে তুলনামূলক মূল্যের সাথে নতুন ট্যাবলেট উন্মোচন করার পরিকল্পনা করছে।

Show Full Article
Next Story