Oppo Pad Air সহ ভারতে আসছে Oppo-র দুটি ট্যাব, সাথে লঞ্চ হবে Reno 8 সিরিজ
গত মাসে চীনের বাজারে লঞ্চ হওয়ার পর থেকেই জল্পনা চলছে Oppo Reno 8 সিরিজটি খুব শীঘ্রই ভারতের বাজারে পা রাখবে। সম্প্রতি...গত মাসে চীনের বাজারে লঞ্চ হওয়ার পর থেকেই জল্পনা চলছে Oppo Reno 8 সিরিজটি খুব শীঘ্রই ভারতের বাজারে পা রাখবে। সম্প্রতি জানা গেছে যে, Reno 8 সিরিজের ডিভাইসগুলি ১৮ জুলাই এদেশের মার্কেটে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে। এই লাইনআপে সম্ভবত দুটি ডিভাইস অন্তর্ভুক্ত থাকবে- Reno 8 এবং Reno 8 Pro। এখন আবার এক নির্ভরযোগ্য টিপস্টার দাবি করেছেন যে, জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ডটি বর্তমানে তাদের পরবর্তী প্রজন্মের স্মার্টফোনগুলির পাশাপাশি ভারতীয় ক্রেতাদের জন্য তাদের দুটি নতুন ট্যাবলেটও লঞ্চ করার পরিকল্পনা করছে। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে Oppo Pad-এর হাত ধরে ট্যাবলেটের মার্কেটে প্রবেশ করে সংস্থাটি, তারপর গত মে মাসে Oppo Pad Air নামে এর একটি নতুন সংস্করণও দেশীয় মার্কেট চীনে উন্মোচিত হয়। টিপস্টার মতে এই ট্যাবটিই এবার ভারতের বাজারে পদার্পণ করতে চলেছে।
Oppo ভারতে আনছে দুটি নতুন ট্যাবলেট
টিপস্টার মুকুল শর্মা সম্প্রতি টুইট করে জানিয়েছেন, ওপ্পো শীঘ্রই তাদের লেটেস্ট ওপ্পো প্যাড এয়ার ট্যাবলেটটি ভারতের বাজারে আনবে। এটি অফলাইন মার্কেটকে উদ্দেশ্য করে লঞ্চ করার পরিকল্পনা করছে সংস্থা। অন্যদিকে, দ্বিতীয় ট্যাবলেটটি হবে একটি অনলাইন-কেন্দ্রিক ডিভাইস, যার দাম ১০,০০০ টকা থেকে ১৫,০০০ টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে জানা গেছে। যদিও, এই ডিভাইসের বাণিজ্যিক নামটি টিপস্টার প্রকাশ করেননি। তবে তিনি ভারতে আসন্ন ওপ্পো প্যাড এয়ার-এর মূল স্পেসিফিকেশনগুলি শেয়ার করেছেন।
প্রসঙ্গত মুকুল শর্মা জানিয়েছেন যে, ওপ্পো প্যাড এয়ার-এর ভারতীয় ভ্যারিয়েন্টে ১০.৩৬ ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল থাকবে, যা ২কে রেজোলিউশন অফার করবে এবং ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট দ্বারা চালিত হবে৷ আবার ওপ্পো প্যাড এয়ার-এ ৪ জিবি র্যাম, ৩ জিবি ভার্চুয়াল র্যাম এবং ১২৮ জিবি নেটিভ স্টোরেজ মিলবে।
পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo Pad Air ট্যাবের ভারতীয় মডেলে ৭,১০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে এবং অডিওর জন্য, এটি ডলবি অ্যাটমস দ্বারা চালিত কোয়াড স্টেরিও স্পিকারের সাথে আসবে। ওপ্পোর এই নয়া ট্যাবলেটটি ৭ মিলিমিটারের চেয়েও স্লিম হবে। যদিও টিপস্টার ডিভাইসের ক্যামেরা সম্পর্কে কিছু উল্লেখ করেননি। তবে অনুমান করা হচ্ছে ভারতের Oppo Pad Air মডেলটি চীনে উপলব্ধ Pad Air-এর অনুরূপ হবে।
উল্লেখ্য, এদেশে আসন্ন ওপ্পো ট্যাবলেটগুলির লঞ্চের তারিখ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে সম্ভাবনা রয়েছে যে, নতুন ডিভাইসগুলি Oppo Reno 8 স্মার্টফোন লাইনআপের সাথেই এদেশে আত্মপ্রকাশ করতে পারে।