Oppo PEYM00 আসছে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা সহ, থাকবে র‌্যাপিড চার্জিং সাপোর্ট

নতুন একটি প্রিমিয়াম গ্রেড স্মার্টফোনের উপর কাজ শুরু করেছে Oppo। সংস্থাটির PEYM00 মডেল নম্বরযুক্ত একটি স্মার্টফোন চীনের TENAA অথরিটির শংসাপত্র পেয়েছে বলে খবর। TENAA লিস্টিং…

নতুন একটি প্রিমিয়াম গ্রেড স্মার্টফোনের উপর কাজ শুরু করেছে Oppo। সংস্থাটির PEYM00 মডেল নম্বরযুক্ত একটি স্মার্টফোন চীনের TENAA অথরিটির শংসাপত্র পেয়েছে বলে খবর। TENAA লিস্টিং থেকে ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন সামনে এসেছে। তবে স্পেসিফিকেশন প্রকাশ হলেও Oppo PEYM00-র ফোনটির ছবি এখনও আপলোড করা হয়নি। এছাড়াও, ডিভাইসটির মার্কেটিং নাম এখনও অজানা। যাই হোক, ফোনটি সম্পর্কে কী কী তথ্য সামনে এল, আসুন একনজরে দেখে নেওয়া যাক।

Oppo PEYM00 স্পেসিফিকেশন

৫জি রেডি Oppo PEYM00 স্মার্টফোনে রয়েছে ৬.৪৩ ইঞ্চি অ্যামোলেড প্যানেল, যা ফুল এইচডি প্লাস রেজোলিউশন এবং ২০:৯ এসপেক্ট রেশিও অফার করে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৪,৪০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এটি র‌্যাপিড চার্জিং সাপোর্ট করবে। কিন্তু কত ওয়াটের ফাস্ট চার্জিং ক্যাপাসিটি থাকবে, তা জানা যায়নি।

আবার ফাস্ট পারফরম্যান্সের জন্য Oppo PEYM00 ফোনে অচেনা ৩ গিগাহার্টজ প্রসেসর ব্যবহার করা হবে। যা ডাইমেনসিটি ১২০০ বা স্ন্যাপড্রাগন ৮৮৮ প্লাস-এর মধ্যে একটি বলে মনে হচ্ছে।

ফটোগ্রাফির জন্য ফোনের পিছনে ৬৪ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে। সেলফির জন্য আছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা।

TENAA লিস্টিং থেকে আরও জানা গেছে, Oppo PEYM00 স্মার্টফোনটি ৮ জিবি / ১২ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টে আসবে। যদিও এতে মাইক্রো এসডি কার্ড ব্যবহারের ব্যবস্থা নেই। সিকিউরিটির জন্য ফোনে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন