Oppo PGGM10 ট্রিপল ক্যামেরার সাথে আসছে, এ মাসে লঞ্চ হওয়া Realme V25 5G-এর সঙ্গে প্রচুর মিল

চলতি মাসের শুরুর দিকে একটি Oppo স্মার্টফোন PGGM10 মডেল নম্বরের সঙ্গে চিনের 3C অথোরিটির অনুমোদন পেয়েছিল৷ ওই সার্টিফিকেশন পোর্টালের লিস্টিং থেকে জানা গিয়েছিল, এটির রিটেল…

চলতি মাসের শুরুর দিকে একটি Oppo স্মার্টফোন PGGM10 মডেল নম্বরের সঙ্গে চিনের 3C অথোরিটির অনুমোদন পেয়েছিল৷ ওই সার্টিফিকেশন পোর্টালের লিস্টিং থেকে জানা গিয়েছিল, এটির রিটেল বক্সে ৩৩ ওয়াট ফাস্ট চার্জার থাকবে৷ এখন ওই হ্যান্ডসেটটি চিনেরই TENAA কর্তৃপক্ষের শংসাপত্র পাওয়ার খবর সামনে এল৷ অনুমান, Oppo PGGM10 সংস্থার A সিরিজের কোনও মিড-রেঞ্জ স্মার্টফোন হিসাবে আসতে পারে৷

Oppo PGGM10 স্পেসিফিকেশন

টেনার লিস্টিং অনুযায়ী, Oppo PGGM10 স্মার্টফোনে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০৮ পিক্সেল) টিএফটি ডিসপ্লে রয়েছে৷ এটি হাই-রিফ্রেশ রেট সাপোর্ট করবে কিনা, তা অজানা৷ ফোনেরঅভ্যন্তরে একটি অক্টা-কোর প্রসেসর আছে। যার ক্লক স্পিড ২.২ গিগাহার্টজ। যদিও তার নাম উল্লেখ নেই৷ এটি ৬ জিবি/ ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি/ ২৫৬ জিবি স্টোরেজ অপশনে আসবে বলে অনুমান৷

Oppo PGGM10-এর ব্যাক প্যানেলে ৬৪ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে একটি ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে৷ ডিভাইসটি আকার-আয়তনে ১৬৪.৩x৭৫.৬x৮.৫ মিমি এবং ওজন ১৯৫ গ্রাম৷ ফোনটির ৪,৮৮০ এমএএইচ (রেটেড ভ্যালু) ব্যাটারি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে৷

Oppo PGGM10-এর পাওয়ার বাটন ডান দিকে অবস্থিত৷ যার ভিতরে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড করা হয়েছে৷ প্রসঙ্গত, ফোনটির ডিজাইন এবং স্পেফিকেশনগুলির সাথে অনেকটা এই মাসেই চিনে লঞ্চ হওয়া Realme V25 5G এর বহুলাংশে সাদৃশ্য রয়েছে৷ যাই হোক, খুব শীঘ্রই Oppo PGGM10-এর আসল নাম জানা যাবে বলে আশা করা যায়৷