প্রায় তিন বছরের পুরনো স্মার্টফোনে Android 12 আপডেট দিল Oppo
Oppo বিশ্বজুড়ে তাদের বিভিন্ন যোগ্য স্মার্টফোনে Android 12 নির্ভর ColorOS 12 আপডেট রোলআউটের প্রক্রিয়া প্রায় শেষ করে...Oppo বিশ্বজুড়ে তাদের বিভিন্ন যোগ্য স্মার্টফোনে Android 12 নির্ভর ColorOS 12 আপডেট রোলআউটের প্রক্রিয়া প্রায় শেষ করে ফেলেছে এখন যেগুলি বাকি রয়েছে তার মধ্যে বেশিরভাগ বাজেট মডেল নয় পুরনো ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট। Oppo Reno Ace ও Oppo Reno 10x Zoom-কে সেই দ্বিতীয় শ্রেণীতে ফেলা যায়। খুশির খবর হল, এবার এই দুই হ্যান্ডসেট ব্যবহারকারীরা অবশেষে বিটা প্রোগ্রামের মাধ্যমে Android 12 ট্রাই করতে পারছেন।
চলতি মাসের শুরুতে ওপ্পোর প্রকাশ করা সিডিউল অনুযায়ী Oppo Reno Ace ও Oppo Reno 10x Zoom চাইনিজ ও গ্লোবাল মার্কেটে Android 12 নির্ভর ColorOS 12 বিটা আপডেট পরশুদিন থেকে পেতে শুরু করেছে। যদিও আর্লি রেজিস্ট্রেশনের কারণে ১৬ মে-তে ফার্স্ট ব্যাচ নিয়ে এপ্লাই উইন্ডো বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বিটা প্রোগ্রামটি স্পেশ্যাল এডিশন মডেলের ক্ষেত্রেও প্রযোজ্য। ফলে Oppo Reno FC Barcelona Edition (Reno 10x Zoom-এর কাস্টমাইজড ভার্সন), এবং Oppo Reno Ace Gundam এডিশন ব্যবহারকারীরা সেকেন্ড ব্যাচে Android 12 অপারেটিং সিস্টেম আপডেট পাওয়ার জন্য আবেদন জানাতে পারবেন
শুধু এটুকু খেয়াল রাখতে হবে চীন ও ভারতে Oppo Reno 10x Zoom এবং Reno Ace (শুধু চীন)-এর ফার্মওয়্যার ভার্সন যেন যথাক্রমে F.12, F.49 এবং F.12 হয়। স্টেবেল আপডেট রিলিজের ব্যাপারে এখনও কিছু ঘোষণা করেনি ওপ্পো। উল্লেখ্য, ওই স্মার্টফোনগুলির জন্য এটাই শেষ Android 12 অপারেটিং সিস্টেম আপডেট। কারণ, এর আগে তিনটি মেজর সিস্টেম আপগ্রেড পেয়েছে ডিভাইসগুলি।