অপেক্ষার অবসান! Oppo Reno 12 সিরিজ ভারতে লঞ্চ হবে 12 জুলাই, অনবদ্য ফিচার্সে করবে বাজিমাত

ওপ্পো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে ওপ্পো রেনো ১২ ৫জি সিরিজটি আগামী ১২ জুলাই ভারতে লঞ্চ হবে। এই লাইনআপে ওপ্পো রেনো ১২...
Ananya Sarkar 4 July 2024 11:43 PM IST

ওপ্পো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে ওপ্পো রেনো ১২ ৫জি সিরিজটি আগামী ১২ জুলাই ভারতে লঞ্চ হবে। এই লাইনআপে ওপ্পো রেনো ১২ ৫জি এবং ওপ্পো রেনো ১২ প্রো ৫জি মডেল দুটি অন্তর্ভুক্ত থাকবে। লঞ্চ ইভেন্টটি ব্র্যান্ডের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলগুলিতে দুপুর থেকে স্ট্রিমিং করা হবে। কোম্পানি প্রোমোশনাল টিজারে আসন্ন স্মার্টফোনগুলিকে "আপনার প্রতিদিনের এআই সঙ্গী" বলে উল্লেখ করেছে। ওপ্পো রেনো ১২ ৫জি সিরিজের ফোনগুলি কি কি অফার করতে চলেছে, আসুন দেখে নেওয়া যাক।

ওপ্পো রেনো ১২ ৫জি সিরিজের স্পেসিফিকেশন

ওপ্পো রেনো ১২ প্রো ভ্যারিয়েন্টে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস ২ সুরক্ষা সহ ৬.৭ ইঞ্চির কোয়াড-মাইক্রো কার্ভড ইনফিনিটি-ভিউ স্ক্রিন থাকবে। স্ট্যান্ডার্ড ওপ্পো রেনো ১২ ৫জি একই রকম স্ক্রিন থাকবে, তবে স্থায়িত্ব এবং স্ক্র্যাচ প্রতিরোধের জন্য কর্নিং গরিলা গ্লাস ৭আই-এর সাথে।

উভয় মডেলেই ফুলএইচডি+ রেজোলিউশন সহ ১২০ হার্টজের অ্যামোলেড ডিসপ্লে থাকবে। ওপ্পো রেনো ১২ ৫জি সিরিজের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আর্মার প্রোটেকশন থাকবে। আসন্ন স্মার্টফোনগুলি ধুলো এবং জল প্রতিরোধের জন্য আইপি৬৫ রেটিংযুক্ত এবং এসজিএস সার্টিফিকেশন পাবে৷ আসন্ন ওপ্পো রেনো ১২ ৫জি সানসেট গোল্ড এবং স্পেস ব্রাউন শেডে পাওয়া যাবে এবং স্ট্যান্ডার্ড রেনো ১২ ৫জি সানসেট পিচ, ম্যাট ব্রাউন এবং অ্যাস্ট্রো সিলভার শেডে মিলবে।

এই ওপ্পো স্মার্টফোনগুলি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ এনার্জি প্রসেসরের সাথে আত্মপ্রকাশ করবে, যা কর্টেক্স এ৭৮ এবং কর্টেক্স এ৫৫ কোর দ্বারা গঠিত। এআই ক্লিয়ার ফেস, এআই রাইটার, এআই রেকর্ডিং সামারি এবং এআই ইরেজার ২.০ এর জন্য এআই পারফরম্যান্স বাড়াতে চিপসেটটি মিডিয়াটেক এপিইউ ৬৫৫ কে ইন্টিগ্রেট করে। ওপ্পো রেনো ১২ সিরিজের স্মার্টফোনগুলিতে ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ৪৬ মিনিটের মধ্যে ডিভাইসটিকে সম্পূর্ণভাবে চার্জ করতে পারে।

ওপ্পো রেনো ১২ ৫জি ফোনে ৫০ মেগাপিক্সেলের সনি এলওয়াইটি৬০০ প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৪৫৫ আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ২x অপটিক্যাল জুম সহ একটি ৫০ মেগাপিক্সেলের স্যামসাং জেএন৫ টেলিফটো ক্যামেরা থাকবে৷ স্ট্যান্ডার্ড ওপ্পো রেনো ১২ ৫জি মডেলে টেলিফটো ক্যামেরার পরিবর্তে ২ মেগাপিক্সেলের ওভি০২বি১০ ম্যাক্রো ক্যামেরা সহ ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে।

ওপ্পো রেনো ১২ ৫জি এবং ওপ্পো রেনো ১২ প্রো ৫জি যথাক্রমে ৫০ মেগাপিক্সেলের স্যামসাং কেজেএন৫ এবং ৩২ মেগাপিক্সেলের জিসি৩২ই২ সেলফি ক্যামেরা সহ আসবে। কোম্পানির দাবি, নেটওয়ার্ক ল্যাগ ২৫ শতাংশ পর্যন্ত কমাতে স্মার্টফোনগুলিতে এআই লিংকবুস্ট প্রযুক্তিও থাকবে।

Show Full Article
Next Story
Share it