আগামী সপ্তাহে ভারতে আসছে Oppo Reno 12 সিরিজ, তাগড়া ফিচারের সাথে পাবেন দুর্দান্ত ক্যামেরা

ওপ্পো তাদের রেনো লাইনআপে দুর্দান্ত ক্যামেরা স্মার্টফোন অফার করে। আর ভারতীয়দের মধ্যে এই লাইনআপ যথেষ্ট জনপ্রিয়। রিপোর্ট অনুযায়ী, আগামী সপ্তাহেই ভারতীয় ক্রেতাদের কথা ভেবে ওপ্পো…

ওপ্পো তাদের রেনো লাইনআপে দুর্দান্ত ক্যামেরা স্মার্টফোন অফার করে। আর ভারতীয়দের মধ্যে এই লাইনআপ যথেষ্ট জনপ্রিয়। রিপোর্ট অনুযায়ী, আগামী সপ্তাহেই ভারতীয় ক্রেতাদের কথা ভেবে ওপ্পো নিয়ে আসছে রেনো ১২ ৫জি সিরিজ। এই সিরিজে দুটি ফোন থাকবে, ওপ্পো রেনো ১২ ৫জি এবং ওপ্পো রেনো ১২ প্রো ৫জি।

ওপ্পো রেনো ১২ ৫জি সিরিজের স্পেসিফিকেশন

ওপ্পোর এই সিরিজ ইতিমধ্যেই চীনে লঞ্চ হয়েছে। এই সিরিজের রেনো ১২ ও রেনো ১২ প্রো ফোনে যথাক্রমে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২৫০ স্টার স্পিড এডিশন ও ডাইমেনসিটি ৮২৫০ স্টার স্পিড এডিশন প্রসেসর ব্যবহার করা হয়েছে। তবে এদের গ্লোবাল ভার্সনে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ এনার্জি চিপসেট। এখন দেখার ভারতে এই সিরিজ কোন প্রসেসর সহ আসে।

এদিকে ওপ্পো রেনো ২ সিরিজে দুটি ৫০ মেগাপিক্সেল সেন্সর এবং একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য এগুলিতে ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ওপ্পো রেনো ১২ ৫জি সিরিজের দাম

বিশ্ব বাজারে ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সহ আসা ওপ্পো রেনো ১২ ফোনের দাম ৪৯৯.৯৯ ডলার (প্রায় ৪৪,৭০০ টাকা)। আর ১২ জিবি র‌্যাম ও ৫১২ জিবি স্টোরেজ সহ আসা প্রো মডেলের মূল্য ধার্য করা হয়েছে ৫৯৯.৯৯ ডলার (প্রায় ৫৩,৭০০ টাকা)। ভারতে, ডিভাইসটি আরও বেশি র‌্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে এবং ফোনগুলি ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন