আজ ভারতে আসছে Oppo Reno 4 Pro, সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন জেনে নিন

Oppo Reno 4 Pro সম্ভাব্য দাম: চীনে অপ্পো রেনো ৪ প্রো এর দাম প্রায় ৪০,০০০ টাকা। এই দাম ফোনটির ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের।…

Oppo Reno 4 Pro সম্ভাব্য দাম:

চীনে অপ্পো রেনো ৪ প্রো এর দাম প্রায় ৪০,০০০ টাকা। এই দাম ফোনটির ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের। যদিও ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের দাম জানা যায়নি। এদিকে টিপ্সটার Abhishek Yadav কয়েকদিন জানিয়েছিল যে, ভারতে অপ্পো রেনো ৪ প্রো এর দাম শুরু হবে ৩২,৯৯৯ টাকা থেকে। যদিও কোম্পানির তরফে এখনও এই ফোনের দামের বিষয়ে কিছু জানানো হয়নি।

OPPO Reno 4 Pro স্পেসিফিকেশন :

অপ্পো রেনো ৪ প্রো ফোনে ৬.৫৫ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এর ডিসপ্লে প্যানেলে ৯০ হার্জ রিফ্রেশ রেট ও ফুল এইচডি প্লাস রেজুলেশন সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এই ফোনের ডিসপ্লে ডিজাইন পাঞ্চ হোল। ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসরের সাথে এসেছে। সাথে পাবেন ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ বিকল্প। রেনো ৪ প্রো অ্যান্ড্রয়েড ১০ বেসড কালার ওএস ৭.২ অপারেটিং সিস্টেমে চলে।

ফটোগ্রাফির কথা বললে অপ্পো রেনো ৪ প্রো ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এতে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা + ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স + ১৩ মেগাপিক্সেল টেলিফোটো সেন্সর আছে। আবার এই ফোনে পাবেন ৬৫ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং প্রযুক্তি। ফোনটি ৪,০২০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে।

যদিও আগেই বলেছি ভারতে ফোনটি কিছুটা আলাদা স্পেসিফিকেশনের সাথে আসতে পারে। টিপ্সটার অভিষেক জানিয়েছে এতে একটি বড় পরিবর্তন যেটা হবে সেটা হল প্রসেসর। ভারতে অপ্পো রেনো ৪ প্রো কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি চিপসেটের সাথে আসতে পারে। ফোনটির ১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট নাও আসতে পারে।