Oppo Reno 6 5G মিডিয়াটেক ডাইমনসিটি ১২০০ প্রসেসর ও অ্যামোলেড কার্ভড ডিসপ্লে সহ আসছে

Oppo গত বছরের জুলাই মাসে Reno 4 সিরিজের হ্যান্ডসেট লঞ্চ করেছিল। চলতি বছরেও চিনা স্মার্টফোন কোম্পানিটি‌ একই সময়ে Oppo Reno 6 সিরিজের ঘোষণা করতে পারে…

Oppo গত বছরের জুলাই মাসে Reno 4 সিরিজের হ্যান্ডসেট লঞ্চ করেছিল। চলতি বছরেও চিনা স্মার্টফোন কোম্পানিটি‌ একই সময়ে Oppo Reno 6 সিরিজের ঘোষণা করতে পারে বলে টিপস্টারেরা দাবি করছেন। ইতিমধ্যে জানা গিয়েছে, Reno 6 সিরিজের অধীনে Reno 6, Reno 6 Pro, ও Reno 6 Pro+ নামে তিনটি স্মার্টফোন লঞ্চ হবে। আবার  Dimensity 1200 5G চিপসেটের Oppo-র প্রথম ফোন হিসেবে Reno 6 5G বাজারে আসবে বলে জল্পনা চলছে। গতকাল, বিখ্যাত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন এই ডাইমেনসিটি ১২০০ চিপসেটের একটি স্মার্টফোনের মুখ্য স্পেসিফিকেশনগুলি শেয়ার করেছে। ফোনের নাম উল্লেখ না করলেও আপাতদৃষ্টিতে মনে হচ্ছে টিপস্টার অপ্পো রেনো ৬ ৫জি ফোনেরই স্পেসিফিকেশনই প্রকাশ্যে আনলো।

Oppo Reno 6 5G : স্পেসিফিকেশন

অপ্পো রেনো ৬ ৫জি বলে অনুমান করা এই ফোনটি ৬.৫৫ ইঞ্চি অ্যামোলেড কার্ভড ডিসপ্লে সহ আসতে পারে। পাঞ্চ হোল কাটআউট ডিসপ্লের উপরের বাম-কোণে দেখা যাবে। এতে ১০৮০x২৪০০ পিক্সেল ফুল এইচডি+ রেজোলিউশন ও ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনটি চলবে মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ চিপসেটে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে থাকবে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। এটি ৬৫ ওয়াট সুপার ফ্ল্যাশ চার্জ সাপোর্ট করবে।

সেলফি ও ভিডিও চ্যাটিংয়ের জন্য অপ্পো রেনো ৬ ৫জি স্মার্টফোনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেখা যাবে। ফোনটির রিয়র প্যানেলে থাকবে কোয়াড ক্যামেরা সিস্টেম। প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকবে ৬৪ মেগাপিক্সেল সেন্সর। অন্য ক্যামেরাগুলির স্পেসিফিকেশনের ব্যাপার অবশ্য টিপস্টার কিছু জানায়নি।

ডিজিট্যাল চ্যাট স্টেশনের পোস্ট থেকে এছাড়া বিশেষ কিছু জানা যায়নি। উল্লেখ্য, অপ্পো রেনো ৬ প্রো ফোনে স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেটে ব্যবহার করা হবে জানা গিয়েছিল। আবার আপকামিং অপ্পো রেনো ৬ সিরিজের সবচেয়ে প্রিমিয়াম ভ্যারিয়েন্ট রেনো ৬ প্রো + স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরের সঙ্গে আসতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন