Oppo Reno 6 Lite ভার্চুয়াল র‌্যাম ও ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ শীঘ্রই লঞ্চ হচ্ছে, অন্যান্য বিশেষত্ব দেখে নিন

ওপ্পো আগামী কয়েক মাসের মধ্যে তাদের নতুন রেনো সিরিজ, Oppo Reno 7 লঞ্চ করবে। তবে এছাড়াও চীনা স্মার্টফোন ব্র্যান্ডটি এর...
Julai Modal 7 Nov 2021 11:47 AM IST

ওপ্পো আগামী কয়েক মাসের মধ্যে তাদের নতুন রেনো সিরিজ, Oppo Reno 7 লঞ্চ করবে। তবে এছাড়াও চীনা স্মার্টফোন ব্র্যান্ডটি এর আগের সিরিজের একটি নতুন ফোনের উপর কাজ করছে বলে খবর। Oppo Reno 6 Lite নামের এই ফোনটি ইউরোপের বাজারে পা রাখবে বলে জনপ্রিয় এক টিপস্টার দাবি করেছেন। পাশাপাশি তিনি এই ফোনের একটি প্রোমো ভিডিও শেয়ার করেছেন। উল্লেখ্য, Oppo Reno 6 সিরিজের অধীনে এর আগে Reno 6, Reno 6 Pro, Reno 6 Pro+, Reno 6Z, Reno 6 4G ফোনগুলি লঞ্চ হয়েছিল।

ওপ্পো রেনো ৬ লাইট স্পেসিফিকেশন (Oppo Reno 6 Lite Specifications)

টিপস্টার, সুধাংশু অ্যাম্ভোরে ওপ্পো রেনো ৬ লাইট ফোনের একটি প্রোমো ভিডিও ও স্পেসিফিকেশন সামনে এনেছেন। যা দেখে মনে হচ্ছে এই ফোনটি চলতি বছরে ভারতে আসা ওপ্পো এফ১৯ ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে।

https://twitter.com/Sudhanshu1414/status/1456871514284777476

যাইহোক, টিপস্টার বলেছেন ওপ্পো রেনো ৬ লাইট ফোনে পাঞ্চ হোল ডিজাইনের অ্যামোলেড প্যানেল থাকবে। এই ডিসপ্লে ফুল এইচডি প্লাস রেজোলিউশন অফার করবে। আবার ডিসপ্লের মধ্যে সিকিউরিটির জন্য দেওয়া হবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে, যার সাথে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

এতে কোয়ালকম চিপসেট ব্যবহার করা হবে। সাথে থাকবে ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। এছাড়া Oppo Reno 6 Lite ফোনে ৫ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। এই ক্যামেরাগুলি হল ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। রিয়ার ক্যামেরায় এআই সিন এনহ্যান্সমেন্ট, নাইট মোড, এআই ২.০ ফিচার সাপোর্ট করবে।

এছাড়া সত্যি যদি Oppo Reno 6 Lite ফোনটি Oppo F19 ফোনের রিব্যাজড ভার্সন হয় তাহলে এতে ৬০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৪৩ ইঞ্চি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর, ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে।

Show Full Article
Next Story
Share it