Oppo Reno 6 Pro দুর্দান্ত ফিচারের সাথে গ্লোবাল মার্কেটে শীঘ্রই আসছে

Oppo-র আপকামিং Reno 6 সিরিজের অধীনস্থ Reno 6, Reno 6 Pro, ও Reno 6 Pro+ ইতিমধ্যেই চিনের TENAA সার্টিফিকেশন সাইটের ডেটাবেসে দেখা গিয়েছে। ফলে এ…

Oppo-র আপকামিং Reno 6 সিরিজের অধীনস্থ Reno 6, Reno 6 Pro, ও Reno 6 Pro+ ইতিমধ্যেই চিনের TENAA সার্টিফিকেশন সাইটের ডেটাবেসে দেখা গিয়েছে। ফলে এ মাস শেষ হওয়ার আগেই Oppo-র ঘরেলু মার্কেটে Reno 6 সিরিজ অফিসিয়ালি লঞ্চ হয়ে যাবে বলে জল্পনা রয়েছে। যদিও Oppo-র তরফে লঞ্চের টাইমলাইন এখনও প্রকাশ করা হয়নি। তবে চীনের পাশাপাশি Oppo Reno 6 সিরিজ গ্লোবাল মার্কেটেও লঞ্চ হবে বলে মনে হচ্ছে। কারণ এই সিরিজের Oppo Reno 6 Pro এখন থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং টেলিকমিউনিকেশনস কমিশন (এনবিটিসি)-এর ছাড়পত্র পেয়ে গিয়েছে। উল্লেখ্য, স্মার্টফোনটিকে পূর্বে মালয়েশিয়ার SIRM সার্টিফিকেশন সাইটে স্পট করা হয়েছিল।

অপ্পো রেনো ৬ প্রো ৫জি-এর এনবিটিএস লিস্টিং থেকে স্পেসিফিকেশনের বিষয়ে কিছু জানা যায়নি। যে বিষয়টি সামনে এসেছে সেটি হল, অপ্পো রেনো ৬ প্রো ৫জি-এর মডেল নম্বর CPH2247৷ এই প্রসঙ্গে বলে রাখি, স্মার্টফোনটির চাইনিজ ভ্যারিয়েন্টের মডেল নম্বর PEPM00।

Reno 6 Pro স্মার্টফোনে ৬.৫৫ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে। যা ফুল-এইচডি+ রেজোলিউশন ও ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে বলে আশা করা যায়। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ চিপসেটে চলতে পারে। সাথে সর্বোচ্চ ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজের সাথে ফোনটি পাওয়া যেতে পারে।

TENAA সার্টিফিকেশন সাইট থেকে জানা গিয়েছিল যে, রেনো ৬ প্রো-তে পাওয়ার ব্যাকআপের জন্য ২,২০০ এমএএইচ ডুয়েল-সেল ব্যাটারি থাকবে। অর্থাৎ, ফোনটির ব্যাটারি ৪,৫০০ এমএএইচ বলে মার্কেটিং করার সম্ভাবনা আছে। এতে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন