Oppo Reno 6 সিরিজের রিজার্ভেশন শুরু হচ্ছে, প্রকাশ্যে রেন্ডার ও স্পেসিফিকেশন

চীনে Oppo Reno 6 সিরিজ লঞ্চ হচ্ছে আগামী ২৭ মে। গতকাল, Oppo অফিসিয়াল ভাবে Reno 6 সিরিজের স্মার্টফোন লঞ্চের তারিখ ঘোষণা করেছে। ঘোষণার এক দিন…

চীনে Oppo Reno 6 সিরিজ লঞ্চ হচ্ছে আগামী ২৭ মে। গতকাল, Oppo অফিসিয়াল ভাবে Reno 6 সিরিজের স্মার্টফোন লঞ্চের তারিখ ঘোষণা করেছে। ঘোষণার এক দিন না যেতেই Suning এবং Jd.com সহ চাইনিজ রিটেলার সাইটগুলি রিজার্ভেশনের জন্য Reno 6, Reno 6 Pro, ও Reno 6 Pro+ এর লিস্টিং শুরু করে দিয়েছে। রিটেলার সাইটগুলির লিস্টিং থেকে Oppo Reno 6 ত্রয়ীর অফিসিয়াল রেন্ডার এবং প্রধান স্পেসিফিকেশনগুলি সামনে এসেছে।

অফিসিয়াল রেন্ডার অনুযায়ী Oppo Reno 6 ও Oppo Reno 6 Pro তিনটি কালার অপশনে আসবে — সামার হারুমি, গ্যালাক্সি ড্রিম ও নাইট সি। Reno 6 ও Reno 6 Pro-এর রিয়ার ডিজাইন একই রকম। তিনটি বড় ক্যামেরা লেন্স, একটি ছোট ক্যামেরা সেন্সর, এবং এলইডি ফ্ল্যাশ সহ দু’টি স্মার্টফোনেই আয়তকার ক্যামেরা মডিউল রয়েছে। Reno 6-এ ফ্ল্যাট ডিসপ্লে আছে, যদিও Reno 6 কার্ভড এজযুক্ত।

অন্য দিকে, Reno 6 Pro+ 5G-তেও কার্ভড এজযুক্ত ডিসপ্লে দেখা যাবে। এর কোয়াড ক্যামেরা সেটআপে কিছুটা আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। Reno 6 Pro+ 5G সামার হারুমি ও মুন সি কালার অপশনে আসবে। Oppo Reno 6 সিরিজের তিনটি হ্যান্ডসেটই ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হবে।

Oppo Reno 6 সিরিজ সম্পর্কে কি কি জানা গেছে

অপ্পো রেনো ৬ সিরিজের প্রতিটি ফোনে ৬.৪৩ ইঞ্চি OLED ডিসপ্লে থাকবে। যদিও কিছু রিপোর্টে এই সিরিজের প্রো ও প্লাস মডেলে ৬.৫৫ ইঞ্চি ডিসপ্লে থাকার কথা বলা হয়েছে। আবার রেনো ৬ ফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি ৯০০ প্রসেসর ও ২,১০০ এমএএইচ ডুয়েল সেল ব্যাটারি সহ আসতে পারে। রেনো ৬ প্রো তে থাকতে পারে মিডিয়াটেক ডায়মেনসিটি ১২০০ প্রসেসর। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর ব্যবহার করা হতে পারে রেনো ৬ প্রো প্লাস ফোনে।

Oppo Reno 6 Pro ও Reno 6 Pro+ ফোন দুটিতে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। এই সিরিজের প্রতিটি ফোনে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। Reno 6 Pro+ ফোনে Sony IMX766 লেন্স সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা থাকবে। এছাড়া Reno 6 সিরিজের তিনটি মডেলেই ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন