দুর্দান্ত ফিচার সহ আজ লঞ্চ হচ্ছে Oppo Reno 6 সিরিজ, ভারতে কবে আসবে জানুন

গত ডিসেম্বর লঞ্চ হয়েছিল Oppo Reno 5 সিরিজ। তবে চার-পাঁচ মাস যেতে না যেতেই চীনা স্মার্টফোন কোম্পানিটি এর উত্তরসূরী নিয়ে হাজির হচ্ছে। আজ ২৭শে মে,…

গত ডিসেম্বর লঞ্চ হয়েছিল Oppo Reno 5 সিরিজ। তবে চার-পাঁচ মাস যেতে না যেতেই চীনা স্মার্টফোন কোম্পানিটি এর উত্তরসূরী নিয়ে হাজির হচ্ছে। আজ ২৭শে মে, Oppo তার দেশীয় বাজারে নতুন Oppo Reno 6 সিরিজ লঞ্চ করবে। এই নতুন লাইনআপে তিনটি স্মার্টফোন থাকতে পারে- Oppo Reno 6, Reno 6 Pro এবং Reno 6 Pro+। এদিকে কোম্পানির তরফে স্মার্টফোনগুলি বিশ্ব বাজারে কবে উপলব্ধ হবে তা জানানো হয়নি। তবে টেক র‌্যাডারের একটি প্রতিবেদনে বলা হয়েছে আগামী জুলাইয়ে এই সিরিজের ফোনগুলি ভারতে আসবে।

যদিও উক্ত প্রতিবেদনে ফোনগুলির লঞ্চের সময়রেখা পরিবর্তনের সম্ভাবনার কথাও বলা হয়েছে। সেক্ষেত্রে, করোনা-লকডাউন পরিস্থিতি এবং সাপ্লাই চেইন জনিত সমস্যার কারণে শেষ মুহূর্তে এই সময় পিছতে পারে।

এখন দেখার অপ্পো ভারতে এই সিরিজের সবগুলি নাকি নির্দিষ্ট কোনো মডেল নিয়ে হাজির হবে। কারণ বিগত কয়েকমাসে অপ্পো ভারতে কোনো হাই-এন্ড প্রিমিয়াম ফোন লঞ্চ করেনি। ফলে রেনো ৬ সিরিজের তিনটি ফোনই বিভিন্ন রেঞ্জে ভারতে আসতে পারে।

জানিয়ে রাখি, এই সিরিজের সবচেয়ে প্রিমিয়াম ফোন, অর্থাৎ Oppo Reno 6 Pro+ 5G, ৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লের সাথে লঞ্চ হতে পারে। এই ডিসপ্লের মধ্যে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। ফটোগ্রাফির জন্য এর পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ (৫০ মেগাপিক্সেলের Sony IMX766 প্রাইমারী সেন্সর + ১৬ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স + ১৩ মেগাপিক্সেল্র টেলিফোটো ক্যামেরা + ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা) এবং ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যেতে পারে।

আবার পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনটি ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও ৪,৫০০ এমএএইচ ব্যাটারি সহ আসতে পারে। অপ্পো রেনো ৬ প্রো প্লাস ৫জি ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেট থাকার ব্যাপক সম্ভাবনা রয়েছে।

WhatsApp Follow Button

Tech Gup এখন

হোয়াট্‌সঅ্যাপেও

WhatsApp Logo ফলো করুন