১০ শতাংশ ডিসকাউন্ট, Oppo Reno 7 Pro 5G প্রথমবার কেনার দারুন সুযোগ

Oppo Reno 7 5G এর সাথে গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Oppo Reno 7 Pro 5G। এই ফোনটি মিড রেঞ্জে এসেছে। আজ প্রথমবার ফোনটি কেনা…

Oppo Reno 7 5G এর সাথে গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Oppo Reno 7 Pro 5G। এই ফোনটি মিড রেঞ্জে এসেছে। আজ প্রথমবার ফোনটি কেনা যাবে। রাত ১২ টা থেকে ই-কমার্স সাইট Flipkart ও সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ফোনটির সেল শুরু হয়ে গিয়েছে। সেল উপলক্ষ্যে Oppo Reno 7 Pro 5G ফোনের সাথে ১০ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হবে। এই ফোনে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ফুল এইচডি প্লাস ডিসপ্লে ও মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ ম্যাক্স প্রসেসর। এছাড়া পাওয়া যাবে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা।

Oppo Reno 7 Pro 5G দাম ও সেল অফার

ওপ্পো রেনো ৭ প্রো ৫জি ফোনের ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভার্সনের মূল্য ৩৯,৯৯৯ টাকা। স্টারলাইট ব্ল্যাক ও স্টারট্রেইলস ব্লু কালারের মধ্যে ফোনটি বেছে নেওয়া যাবে।

লঞ্চ অফার হিসেবে ওপ্পো রেনো ৭ প্রো ৫জি ফোনের সাথে ১০ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে। তবে এরজন্য Axis Bank, Bank Of Baroda বা Standard Chartered Bank এর কার্ড থাকতে হবে। পাশাপাশি ফোনটি নো কস্ট ইএমআই অপশনেও কেনা যাবে।

Oppo Reno 7 Pro 5G স্পেসিফিকেশন

ওপ্পো রেনো ৭ প্রো ৫জি ফোনে পাওয়া যাবে কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন সহ ৬.৫ ইঞ্চির ফুল এইচডি+ (১০৮০ x ২৪০০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ ও টাচ স্যাম্পলিং রেট ১৮০ হার্টজ। সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি স্ক্রিনের ভিতরে অবস্থিত৷ এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০-ম্যাক্স চিপসেট ব্যবহার করা হয়েছে এবং এটি ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ অপশনে ভারতের বাজারে এসেছে।

ফটোগ্রাফির জন্য নতুন হ্যান্ডসেটটির রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড শ্যুটার, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ম্যাক্রো লেন্স এবং একটি কালার টেম্পারেচার সেন্সর। ফোনের সামনে ৩২ মেগাপিক্সেল সনি আইএমএক্স৭০৯ ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে৷

Oppo Reno 7 Pro 5G স্মার্টফোনটি ৬৫ ওয়াট সুপারভোক (SuperVOOC) ফাস্ট চার্জিং সাপোর্ট ও ৪,৫০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ নির্ভর কালারওএস ১২ (ColorOS 12) কাস্টম স্কিনে রান করে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন