Oppo Reno 7 Pro দুর্দান্ত 50 মেগাপিক্সেল Sony IMX766 সেন্সর সহ আসবে

গতমাসে শোনা গিয়েছিল Oppo তাদের Reno 7 সিরিজের উপর কাজ শুরু করেছে। এটি গত এপ্রিলে বাজারে আসা Oppo Reno 6 সিরিজের উত্তরসূরি হবে। নতুন এই…

গতমাসে শোনা গিয়েছিল Oppo তাদের Reno 7 সিরিজের উপর কাজ শুরু করেছে। এটি গত এপ্রিলে বাজারে আসা Oppo Reno 6 সিরিজের উত্তরসূরি হবে। নতুন এই সিরিজকে আপকামিং Vivo S12 সিরিজের প্রতিপক্ষ হিসেবে আনা হবে বলে জানিয়েছিলেন জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন। এখন তিনি এই সিরিজের Oppo Reno 7 Pro ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন ফাঁস করেছেন। পাশাপাশি টিপস্টার দাবি করেছেন, এই ফোনটি Oppo Reno 6 Pro-র থেকে উন্নত ক্যামেরা পারফরম্যান্স দেবে।

Oppo Reno 7 Pro ফোনে থাকবে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছেন, ওপ্পো রেনো ৭ প্রো ফোনের প্রাইমারি রিয়ার ক্যামেরা হিসেবে থাকবে ৫০ মেগাপিক্সেল Sony IMX766 সেন্সর। যদিও তিনি এই ফোনের পিছনে কয়টি ক্যামেরা দেখা যাবে তা বলেননি। উল্লেখ্য ওপ্পো রেনো ৬ প্রো ফোনের পিছনে ৬৪ মেগাপিক্সেল OmniVision প্রাইমারি সেন্সর ছিল। ফলে উত্তরসূরীতে যে বিরাট ক্যামেরা আপগ্রেড দেখা যাবে তা বলার অপেক্ষা রাখে না।

এদিকে GSMArena তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে, Oppo Reno 7 Pro ফোনের মডেল নম্বর রাখা হবে PEDM00। এই ফোনটি আমেরিকার ফটোগ্রাফি কোম্পানি, Kodak-এর সাথে হাত মিলিয়ে ডেভেলপ করা হবে। এতে ক্ল্যাসিক কোডাক ক্যামেরা ডিজাইন দেখা যাবে। আবার ট্রিপল রিয়ার ক্যামেরা সহ আসবে Oppo Reno 7 Pro। এই ক্যামেরাগুলি হবে ৫০ মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সেল ২এক্স টেলিফটো ক্যামেরা ও ৩ মেগাপিক্সেল মাইক্রোস্কোপ ক্যামেরা। এই ফোন সম্পর্কে আপাতত এই তথ্যগুলিই সামনে এসেছে।

এর আগে ডিজিটাল চ্যাট স্টেশন এই সিরিজের Oppo Reno 7 ফোনের বিষয়ে জানিয়েছিলেন, এতে পাঞ্চ হোল ফ্লাট ডিসপ্লে দেখা যাবে। ফোনটি মেটাল ফ্রেম সহ আসবে। আবার পিছনে দেখা যাবে তিনটি ক্যামেরা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন