ভারতে অফিসিয়াল লঞ্চের আগেই Oppo Reno 7 5G-এর দাম ফাঁস হল

ফেব্রুয়ারির ৪ তারিখে ভারতে Oppo Reno 7 সিরিজের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটছে। এই সিরিজে কতগুলি ফোন আসবে, তা এখনও স্পষ্ট নয়। গত বছরের নভেম্বরে চীনে এই…

ফেব্রুয়ারির ৪ তারিখে ভারতে Oppo Reno 7 সিরিজের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটছে। এই সিরিজে কতগুলি ফোন আসবে, তা এখনও স্পষ্ট নয়। গত বছরের নভেম্বরে চীনে এই সিরিজের অধীনে তিনটি হ্যান্ডসেট লঞ্চ হয়েছিল – Reno 7 5G, Reno 7 Pro 5G, এবং Reno 7 SE 5G। লেটেস্ট রিপোর্টে ইঙ্গিত, ওপ্পো তাদের Reno 7 SE 5G রিব্র্যান্ডিং করে ভারতে Reno 7 5G বলে লঞ্চ করবে।

এক রিটেলারকে সূত্র হিসেবে উল্লেখ করে প্যাশনেটগীকজ-এর দাবি, Oppo Reno 7 5G আসলে চীনের Oppo Reno 7 SE 5G-এর রিব্র্যান্ডেড ভার্সন। পোর্টালটি আরও বলেছে, Oppo Reno 7 5G-এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এ দেশে ৩১,৪৯০ টাকায় বিক্রি হবে। যদিও সংস্থার তরফে এই প্রসঙ্গে এখনও কিছু জানানো হয়নি।

Oppo Reno 7 5G সত্যিসত্যিই Oppo Reno 7 SE 5G-এর রিব্যাজড ভার্সন হলে এতে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১,০৮০ x ২,৪০০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে, অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসর, অ্যান্ড্রয়েড ১১ নির্ভর কালারওএস ১২ কাস্টম স্কিনে চলবে। ফোনটি ৮ জিবি পর্যন্ত র‌্যাম (LPDDR4X) ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ (UFS 2.2) অপশনে ভারতে আসবে।

এছাড়া, ফটোগ্রাফির জন্য Oppo Reno 7 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। যার প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল (Sony IMX581) সেন্সর। এছাড়া অন্য দুটি ক্যামেরা হল ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল (Sony IMX471) ফ্রন্ট ক্যামেরা সেন্সর উপস্থিত। ডিভাইসটিতে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন