Oppo Reno 7A ট্রিপল রিয়ার ক্যামেরা ও পাঞ্চ হোল ডিসপ্লে সহ শীঘ্রই বাজারে আসছে, ফাঁস হল রেন্ডার

ওপ্পো সম্প্রতি চীনের বাজারে আকর্ষণীয় ডিজাইন ও উৎকৃষ্ট স্পেসিফিকেশন সহ তাদের Reno 8 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করেছে।...
Ananya Sarkar 13 Jun 2022 12:46 PM IST

ওপ্পো সম্প্রতি চীনের বাজারে আকর্ষণীয় ডিজাইন ও উৎকৃষ্ট স্পেসিফিকেশন সহ তাদের Reno 8 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করেছে। বর্তমানে জল্পনা চলছে যে, এই লাইনআপটি চীনের বাইরে এমাসেই আত্মপ্রকাশ করতে পারে। যদিও তার আগেই Oppo পূর্বসূরি Reno 7 সিরিজের অধীনে আরও একটি নতুন ডিভাইস বাজারে লঞ্চ করার পরিকল্পনা করছে। বর্তমানে Oppo Reno 7A নামের এই আপকামিং হ্যান্ডসেটটির ওপর কাজ চলছে বলে জানা গেছে। সম্প্রতি একটি নতুন রিপোর্টে এই ওপ্পো ফোনটির বেশ কয়েকটি রেন্ডারও প্রকাশ করা হয়েছে, যা এর ডিজাইন এবং কালার ভ্যারিয়েন্টগুলি সামনে এনেছে। তাহলে চলুন আসন্ন Oppo Reno 7A সম্পর্কে কি কি তথ্য প্রকাশ্যে এল দেখে নেওয়া যাক।

ফাঁস হল Oppo Reno 7A-এর রেন্ডার

৯১মোবাইলস-এর একটি সাম্প্রতিক রিপোর্টে ওপ্পো রেনো ৭এ-এর রেন্ডারগুলি ফাঁস করা হয়েছে। রেন্ডার অনুযায়ী, এই হ্যান্ডসেটের সামনের দিকে পাঞ্চ-হোল ডিসপ্লে থাকবে। ডিভাইসটির বাম প্রান্তে ভলিউম রকার্স এবং ডান পাশে পাওয়ার বাটনটি অবস্থান করবে। আবার ফোনটির রিয়ার প্যানেলে অবস্থিত ক্যামেরা মডিউলে একটি ট্রিপল ক্যামেরা ইউনিট এবং একটি এলইডি (LED) ফ্ল্যাশ দেখা যাবে।

এছাড়া, ওপ্পো রেনো ৭এ-এর ডিসপ্লেতেই এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি এম্বেড করা থাকবে বলে মনে করা হচ্ছে। হ্যান্ডসেটটি হোয়াইট এবং ব্ল্যাকের মতো কালার অপশনে পাওয়া যাবে বলেও জানা গেছে রেন্ডারগুলি থেকে। এছাড়া ফোনটি সম্পর্কে আর কোনও তথ্য সামনে আসেনি।

উল্লেখ্য, ওপ্পো কিছু বাজারে Reno 8Z নামে একটি Reno 8 সিরিজের ফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। ডিভাইসটি ৪,৫০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে। এটি একাধিক ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, যেমন ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। এটি আবার ব্ল্যাক এবং ব্লুয়ের মতো কালারে বাজারে উপলব্ধ হবে। Reno 8Z-এর অন্যান্য স্পেসিফিকেশন এখনও নিশ্চিত করা হয়নি। খুব সম্ভবত, এটি এশিয়ার কিছু বাজারে চলতি মাসে অর্থাৎ জুনের প্রথম দিকেই উন্মোচিত হতে পারে।

Show Full Article
Next Story