Oppo Reno 8 5G শীঘ্রই ভারত সহ বিশ্ব বাজারে লঞ্চ হচ্ছে, পেল BIS সহ একাধিক দেশের ছাড়পত্র

কয়েক সপ্তাহ আগেই ওপ্পো হোম মার্কেট চীনে তাদের পরবর্তী প্রজন্মের Oppo Reno 8 সিরিজের হ্যান্ডসেটগুলি উন্মোচন করেছে। এই...
Ananya Sarkar 8 Jun 2022 12:57 PM IST

কয়েক সপ্তাহ আগেই ওপ্পো হোম মার্কেট চীনে তাদের পরবর্তী প্রজন্মের Oppo Reno 8 সিরিজের হ্যান্ডসেটগুলি উন্মোচন করেছে। এই সিরিজের অধীনে Oppo Reno 8, Reno 8 Pro এবং Reno 8 Pro Plus-এই তিনটি মডেল বাজারে পা রেখেছে। তবে এখন Oppo Reno 8 5G-কে মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসি (FCC), রাশিয়ার ইইসি (EEC), থাইল্যান্ডের এনবিটিসি (NBTC) এবং বিআইএস (BIS)-এর মতো একাধিক সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে। এই সাইটের তালিকাগুলি প্রকাশ করেছে যে, আপকামিং হ্যান্ডসেটটিতে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে এবং এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালারওএস ১২ (ColorOS 12) কাস্টম স্কিনে চলবে। Oppo Reno 8 5G চলতি মাসেই গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।

Oppo Reno 8 5G-কে দেখা গেল একাধিক সার্টিফিকেশন সাইটে

মাইস্মার্টপ্রাইস-এর নতুন রিপোর্ট অনুযায়ী, CPH2359 মডেল নম্বর সহ একটি ওপ্পো স্মার্টফোন মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC), রাশিয়ার ইউরেশিয়ান ইকোনমিক কমিশন (EEC) এবং থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC)-এর পাশাপাশি এদেশের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশন ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। তার মধ্যে এনবিটিসি তালিকাটি নিশ্চিত করেছে যে, এই ডিভাইসটি ওপ্পো রেনো ৮ ৫জি নামে বাজারে আত্মপ্রকাশ করবে।

এছাড়া, এফসিসি-এর তালিকা অনুযায়ী, ওপ্পো রেনো ৮ ৫জি ২,২৫০ এমএএইচ-এর দুটি সেলের সাথে আসবে, যার মোট ব্যাটারির ক্ষমতা হবে ৪,৫০০ এমএএইচ। তালিকাটি আরও প্রকাশ করেছে যে, এই ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালারওএস ১২ (ColorOS 12) কাস্টম স্কিনে রান করবে। এই ডিভাইসটি ৭.৬৭ মিলিমিটার স্লিম হবে এবং এটির ওজন ১৭৯ গ্রাম হবে বলে জানা গেছে।

আবার, একই মডেল নম্বর সহ ওপ্পো রেনো ৮ ৫জি বিআইএস (BIS) সার্টিফিকেশন ওয়েবসাইটের অনুমোদন লাভ করেছে এবং সেইসাথে ইঙ্গিত দেওয়া হয়েছে যে স্মার্টফোনটি দিল্লির নয়ডার প্ল্যান্টে তৈরি করা হবে। এর পাশাপাশি রেনো ৮ ৫জি ইইসি (EEC), টিকেডিএন (TKDN) এবং জিসিএফ (GCF) সাইটগুলি থেকেও সার্টিফিকেশন লাভ করেছে।

ওপ্পো রেনো ৮ ৫জি- এর স্পেসিফিকেশন (Oppo Reno 8 5G Specifications)

যেহেতু ওপ্পো রেনো ৮ ৫জি গতমাসেই চীনে লঞ্চ করা হয়েছে, তাই ইতিমধ্যেই এর স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে এসেছে। এই হ্যান্ডসেটে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৪৩ ইঞ্চির ফুল-এইচডি+ (১,০৮০×২,৪০০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে আছে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ চিপসেট দ্বারা চালিত, যার সাথে আছে ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৪এক্স র‍্যাম।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য, Oppo Reno 8 5G-এর ব্যাক প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেলের ব্ল্যাক-এন্ড-হোয়াইট শ্যুটার এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স উপস্থিত রয়েছে। আবার সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, ফোনের সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo Reno 8-এ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট সুপার ফ্ল্যাশ চার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Show Full Article
Next Story