Oppo Reno 8 সিরিজ ভারতে আসছে ২৫৬ জিবি মেমোরির সাথে, ফাঁস আরও অনেক তথ্য
জনপ্রিয় টেক ব্র্যান্ড ওপ্পো (Oppo) গত মাসে হোম মার্কেট চীনে উন্মোচন করেছে তাদের Reno 8 স্মার্টফোন সিরিজটি এবং চলতি মাসে...জনপ্রিয় টেক ব্র্যান্ড ওপ্পো (Oppo) গত মাসে হোম মার্কেট চীনে উন্মোচন করেছে তাদের Reno 8 স্মার্টফোন সিরিজটি এবং চলতি মাসে ভারতের বাজারেও এই সিরিজের হ্যান্ডসেটগুলি লঞ্চ করা বলে আশা করা হচ্ছে। আসন্ন লাইনআপে Oppo Reno 8 এবং Reno 8 Pro- এই দুটি মডেল অন্তর্ভুক্ত থাকতে পারে। সম্প্রতি এক টিপস্টার দাবি করেন যে, গত মাসে চীনে আত্মপ্রকাশ করা Oppo Reno 8 Pro+ এবং Reno 8 Pro মডেলগুলি ভারতে যথাক্রমে Reno 8 Pro এবং Reno 8 হিসাবে রিব্যাজ করা হবে। এখন আবার ওই টিপস্টার আপকামিং Oppo Reno 8-এর ভারতীয় ভ্যারিয়েন্টের কয়েকটি প্রধান স্পেসিফিকেশন প্রকাশ করেছেন।
প্রকাশ্যে এল Oppo Reno 8-এর ভারতীয় ভ্যারিয়েন্টের স্টোরেজ কনফিগারেশন ও কালার অপশন
টিপস্টার পারস গুগলানি টুইটারে আসন্ন ওপ্পো রেনো ৮-এর ভারতীয় সংস্করণটির স্টোরেজ ও কালার অপশনগুলি ফাঁস করেছেন। তার টুইট অনুযায়ী, এই ডিভাইসটি ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ- এই দুটি কনফিগারেশনে ভারতে আসবে। হ্যান্ডসেটটিতে ৭টি ৫জি ব্যান্ডের সাপোর্টও মিলবে। এছাড়াও টিপস্টার জানিয়েছেন যে, ওপ্পো রেনো ৮ এদেশে শিমার ব্ল্যাক এবং ব্লু কালার অপশনগুলিতে উপলব্ধ হবে।
এছাড়াও সাম্প্রতিক রিপোর্ট থেকে জানা গেছে যে, ওপ্পো রেনো ৮-এর ভারতীয় ভ্যারিয়েন্টটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ১ মোবাইল প্ল্যাটফর্ম দ্বারা চালিত ভারতের প্রথম ফোন হিসেবে আসতে পারে। রেনো ৮-এ ৬.৬২ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকতে পারে, যা একটি ফুল এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। SDG71 প্রসেসর দ্বারা চালিত ওপ্পো রেনো ৮ সর্বাধিক ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য, Oppo Reno 8-এর ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো স্ন্যাপার সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। আবার সামনে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখতে পাওয়া যাবে এবং এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালার ওএস ১২.১ (ColorOS 12.1) কাস্টম স্কিনে চলতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo Reno 8-এ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আর নিরাপত্তার জন্য, এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও মিলতে পারে। সম্ভবত ভারতে জুনের মাঝামাঝি সময়ে Oppo Reno 8 সিরিজটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে পারে।