Oppo reno 8 Pro+ হবে রেনো ৮ সিরিজের সবচেয়ে প্রিমিয়াম ডিভাইস, থাকবে Dimensity 8100 Max প্রসেসর
গত কয়েকদিন ধরেই জল্পনা চলেছে যে, ওপ্পো বাজারে তাদের লেটেস্ট Oppo Reno 8 সিরিজের হ্যান্ডসেটগুলি লঞ্চ করার প্রস্তুতি...গত কয়েকদিন ধরেই জল্পনা চলেছে যে, ওপ্পো বাজারে তাদের লেটেস্ট Oppo Reno 8 সিরিজের হ্যান্ডসেটগুলি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো (Weibo)-তে আসন্ন Oppo Reno 8 Pro-এর প্রধান স্পেসিফিকেশনগুলি ফাঁস করেছেন। এখন আরেক জনপ্রিয় টিপস্টার Reno 8 সিরিজে অন্তর্ভুক্ত 'Pro+' মডেলটির স্পেসিফিকেশনের তালিকাটি প্রকাশ করেছেন। চলুন জেনে নেওয়া যাক Oppo Reno 8 Pro+ হ্যান্ডসেটটি সম্পর্কে কি কি তথ্য প্রকাশ্যে এল।
ফাঁস হল Oppo Reno 8 Pro+-এর প্রধান স্পেসিফিকেশনগুলি
টিপস্টার মুকুল শর্মা সম্প্রতি টুইটারে আসন্ন ওপ্পো রেনো ৮ প্রো প্লাস-এর প্রধান স্পেসিফিকেশনগুলি প্রকাশ করেছেন।
তাঁর দাবি অনুযায়ী, এই ওপ্পো ফোনে ফুল-এইচডি+ রেজোলিউশন সহ ৬.৭ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে থাকবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০-ম্যাক্স চিপসেট দ্বারা চালিত হবে। প্রসঙ্গত এর আগেই জানা গেছে যে, ওপ্পো রেনো ৮ প্রো ডাইমেনসিটি ৮১০০ চিপসেটের সাথে আসবে, রেনো ৮ বেস মডেলে স্ন্যাপড্রাগন ৭ জেন ১ ব্যবহার করা হবে এবং রেনো ৮ এসই ডাইমেনসিটি ১৩০০ চিপসেটটির সাথে আসবে।
ফটোগ্রাফির জন্য, ওপ্পো রেনো ৮ প্রো প্লাস-এ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। আর সামনে ৩২ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭০৯ ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেখতে পাওয়া যাবে। এছাড়া, ফটোগ্রাফি ক্ষমতা বাড়াতে এই হ্যান্ডসেটটি মারিসিলিকন এক্স (MariSilicon X) এনপিইউ-এর সাথে আসবে।
পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo Reno 8 Pro+ মডেলটি ৪,৫০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে, যা সম্ভবত ৮০ ওয়াট সুপারভোক ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। এছাড়া, ফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করবে। এই আসন্ন ওপ্পো হ্যান্ডসেটে এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর, ডুয়েল স্টেরিও স্পিকার সেটআপ এবং এনএফসি সাপোর্ট পাওয়া যাবে। অ্যালুমিনিয়াম ফ্রেম যুক্ত Oppo Reno 8 Pro+ ৭.৩৪ মিলিমিটার স্লিম হবে এবং এর ওজন হবে ১৮৩ গ্রাম। স্মার্টফোনটি গ্রীন, গ্রে এবং ডার্ক ব্ল্যাক - এই তিনটি কালার অপশনে বাজারে উপলব্ধ হবে বলে জানা গেছে। উল্লেখ্য, টিপস্টার দ্বারা ফাঁস করা এই তথ্যগুলি যদি সত্যি হয়, তাহলে আসন্ন Oppo Reno 8 Pro+ মডেলটি এবছরের সেরা মিড-রেঞ্জ ফোনগুলির মধ্যে অন্যতম হতে পারে।