Oppo Reno 8 Pro হবে বিশ্বের প্রথম Snapdragon 7 Gen 1 প্রসেসর চালিত স্মার্টফোন
চলতি মাসেই স্মার্টফোন নির্মাতা ওপ্পো তাদের Reno সিরিজের পরবর্তী প্রজন্মের হ্যান্ডসেটগুলি উন্মোচন করতে চলেছে। আগামী ২৩ মে...চলতি মাসেই স্মার্টফোন নির্মাতা ওপ্পো তাদের Reno সিরিজের পরবর্তী প্রজন্মের হ্যান্ডসেটগুলি উন্মোচন করতে চলেছে। আগামী ২৩ মে আপকামিং Oppo Reno 8 সিরিজের অধীনে Reno 8, Reno 8 Pro এবং Reno 8 Pro+ মডেলগুলির ওপর থেকে পর্দা সরানো হবে নিশ্চিত করা হয়েছে। এই আসন্ন ডিভাইসগুলির সম্পর্কে ইতিমধ্যেই বিভিন্ন তথ্য প্রকাশ্যে এসেছে। এমনকি সম্প্রতি জানা গেছে যে, সিরিজের টপ-এন্ড মডেল, Reno 8 Pro+ লেটেস্ট MediaTek Dimensity 8100-MAX চিপসেটের সাথে আসবে। এখন আবার ওপ্পোর তরফে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে, মিড-রেঞ্জার, Oppo Reno 8 Pro-তে সদ্য লঞ্চ হওয়া Qualcomm Snapdragon 7 Gen 1 প্রসেসরটি ব্যবহার করা হবে। প্রসঙ্গত, গতকালই (২০ মে) কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ সিরিজের এই নয়া চিপসেটটি উন্মোচিত হয়েছে।
Oppo Reno 8 Pro হবে Snapdragon 7 Gen 1 চালিত বিশ্বের প্রথম স্মার্টফোন
সম্প্রতি ওপ্পো তাদের অফিসিয়াল ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) অ্যাকাউন্ট একটি নতুন প্রোমোশনাল পোস্টার শেয়ার করেছে। এই পোস্টারে প্রকাশ করা হয়েছে, আসন্ন ওপ্পো রেনো ৮ প্রো মডেলটি লেটেস্ট স্ন্যাপড্রাগন ৭ জেন ১ চিপসেটের সাথে আসবে। এই প্রসেসরটি স্যামসাংয়ের ৪ ন্যানোমিটার ম্যানুফ্যাকচারিং নোডে নির্মিত, যা আগের প্রজন্মের তুলনায় ২০ শতাংশ বেশি জিপিইউ (GPU) পারফরম্যান্স এবং ৩০ শতাংশ পর্যন্ত দ্রুত এআই (AI) প্রসেসিং পারফরম্যান্স প্রদান করে।
প্রসঙ্গত, স্ন্যাপড্রাগন ৭ জেন ১, রেনো ৮ প্রো-এর একমাত্র সিলিকন প্রসেসর হবে না। কারণ সংস্থা এর আগেই জানিয়েছিল যে, ওপ্পো রেনো ৮ সিরিজে সংস্থার নিজস্ব স্ব-উন্নত মারিসিলিকন এক্স (MariSilicon X) আইএসপি ইমেজিং চিপও থাকবে, যা চলতি বছরের শুরুতে ওপ্পো ফাইন্ড এক্স৫ প্রো-এর সাথে আত্মপ্রকাশ করে।
আবার, ওপ্পো দাবি করেছে যে, চিপটি রেনো ৮ সিরিজের ক্যামেরার ক্ষমতাকে পরবর্তী স্তরে নিয়ে যেতে পারে। চিপ ছবিগুলিকে অপ্টিমাইজ করতে পারে, সিস্টেম কম্পিউটিং শক্তি উন্নত করতে পারে এবং কম আলোর ফটোগুলিকে আরও উন্নত করতে পারে৷ এছাড়াও, এটি পাওয়ার এফিসিয়েন্সি উন্নত করতে এবং স্মার্টফোনের ব্যাটারি লাইফ বাড়াতে রিয়েল-টাইম এআই কম্পিউটিং অফার করে।
উল্লেখ্য, এখনও অবধি পাওয়া তথ্য অনুযায়ী, Oppo Reno 8 Pro-এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে এবং সামনে ৬.৪৩ ইঞ্চির ফুল-এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে দেওয়া হবে। ডিভাইসটি ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ- এই দুই মেমরি কনফিগারেশনে বাজারে উপলব্ধ হবে এবং এটি ক্লিয়ার স্কাই ব্লু, স্লাইটলি ড্রাঙ্ক (অনুবাদিত), এবং নাইট ট্যুর ব্ল্যাক- এই তিনটি কালার অপশনে বেছে নেওয়া যাবে।