Oppo Reno 8 SE আসছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও OLED ডিসপ্লের সাথে, ফাঁস অন্যান্য ফিচার

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Oppo-র আসন্ন Reno 8 Pro 5G এবং A77 5G হ্যান্ডসেট দুটিকে সম্প্রতি একাধিক সার্টিফিকেশন সাইটে...
Ananya Sarkar 12 May 2022 1:58 PM IST

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Oppo-র আসন্ন Reno 8 Pro 5G এবং A77 5G হ্যান্ডসেট দুটিকে সম্প্রতি একাধিক সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। লিস্টিংগুলি ডিভাইস দুটির বেশকিছু প্রধান স্পেসিফিকেশনও প্রকাশ করেছে। এখন আবার এক পরিচিত টিপস্টার Reno 8 সিরিজে অন্তর্ভুক্ত আপকামিং Oppo Reno 8 SE-এর মূল স্পেসিফিকেশনগুলি সামনে এনেছেন। এদিকে সম্প্রতি ভারতে প্রাইভেট টেস্টিংয়ে প্রবেশ করা 'OnePlus Meili' স্মার্টফোনটি আসলে Oppo Reno 8 SE হবে বলে মনে করা হচ্ছে।

ওপ্পো রেনো ৮ এসই- এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Oppo Reno 8 SE Expected Specifications )

91mobiles কে জনপ্রিয় টিপস্টার যোগেশ ব্রার আসন্ন ওপ্পো রেনো ৮ এসই- এর স্পেসিফিকেশন শেয়ার করেছেন। তাঁর দাবি অনুযায়ী, এই ফোনে ৬.৪৩ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে থাকবে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ফুল এইচডি রেজোলিউশন অফার করবে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ চিপসেট দ্বারা চালিত হবে। রিপোর্টে আরও বলা হয়েছে যে, এতে ৬ জিবি/ ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি/ ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে। আবার, মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ বাড়ানোও সম্ভব হবে। ওপ্পো রেনো ৮ এসই অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালারওএস ১২ (ColorOS 12) কাস্টম স্কিনে চলবে এবং নিরাপত্তার জন্য, হ্যান্ডসেটটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও অন্তর্ভুক্ত থাকবে।

ফটোগ্রাফির জন্য, Oppo Reno 8 SE-এর ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হবে, যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং আরেকটি ২ মেগাপিক্সেলের সহায়ক ক্যামেরা উপস্থিত থাকবে। আবার ফোনের সামনে ৩২ মেগাপিক্সেল সেলফি স্ন্যাপার দেখতে পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Oppo Reno 8 SE-এ ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। তবে এই ডিভাইসে সম্ভবত ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক এবং স্টেরিও স্পিকার অনুপস্থিত থাকবে বলে মনে করা হচ্ছে।

Show Full Article
Next Story