Oppo Reno 8, Reno 8 Pro ভারতে আসছে Dimensity 8100 Max ও Dimensity 1300 প্রসেসরের সাথে

গত মে মাসে চীনের বাজারে উন্মোচনের পর ওপ্পো (Oppo) ভারতে তাদের পরবর্তী প্রজন্মের Reno 8 স্মার্টফোন সিরিজটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই লাইনআপের অধীনে Oppo…

গত মে মাসে চীনের বাজারে উন্মোচনের পর ওপ্পো (Oppo) ভারতে তাদের পরবর্তী প্রজন্মের Reno 8 স্মার্টফোন সিরিজটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই লাইনআপের অধীনে Oppo Reno 8 এবং Reno 8 Pro মডেল দুটি আগামী ১৮ জুলাই এদেশে আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে। তবে বর্তমানে শোনা যাচ্ছে, ভারতে আসন্ন Reno 8 লাইনআপটি চীনে লঞ্চ হওয়া সিরিজের থেকে ভিন্ন হবে। প্রসঙ্গত, দেশীয় বাজারে ওপ্পো লঞ্চ করেছিল তিনটি হ্যান্ডসেট- Reno 8 5G, Reno 8 Pro 5G এবং Reno 8 Pro+ 5G। তবে মনে করা হচ্ছে সংস্থাটি Reno 8 Pro+ 5G মডেলটিকে ভারতে Reno 8 Pro 5G হিসেবে লঞ্চ করবে। আর এখন ওপ্পোর তরফে প্রকাশ করা একটি টিজার থেকে বেস ও প্রো উভয় হ্যান্ডসেটে ব্যবহৃত প্রসেসরগুলির নাম জানা গেছে, যা এই জল্পনাকেই সমর্থন করছে।

Oppo Reno 8 এবং Reno 8 Pro-এর প্রসেসর

ওপ্পোর তাদের একটি লেটেস্ট টিজারের মাধ্যমে নিশ্চিত করেছে যে, রেনো ৮ প্রো মডেলটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০-ম্যাক্স চিপসেটটি থাকবে। এই প্রসেসরটি চীনে লঞ্চ হওয়া ওপ্পো রেনো ৮ প্রো প্লাস মডেলে ব্যবহার করা হয়েছে, আর রেনো ৮ প্রো-এর চীনা ভ্যারিয়েন্টে পাওয়া যায় স্ন্যাপড্রাগন ৭ জেন ১ চিপসেটটি। তাই আশা করা যায় চীনের রেনো ৮ প্রো প্লাস ভারতের বাজারে ওপ্পো রেনো ৮ প্রো নামে আসবে। এছাড়া, ওয়ানপ্লাস ১০আর ফোনটিও ডাইমেনসিটি ৮১০০-ম্যাক্স প্রসেসর দ্বারা চালিত। ওপ্পো দাবি করেছে যে, এই চিপসেটটি পূর্বসূরি রেনো ৭ প্রো-তে থাকা ডাইমেনসিটি ১২০০-ম্যাক্স প্রসেসরটির তুলনায় ১২ শতাংশ উন্নত সিপিইউ ক্ষমতা এবং ৫০ শতাংশ পর্যন্ত উন্নত পাওয়ার এফিসিয়েন্সি অফার করবে।

অন্যদিকে, ওপ্পো রেনো ৮ স্ট্যান্ডার্ড মডেলটি মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ চিপসেট দ্বারা চালিত হবে। নতুন ওয়ানপ্লাস নর্ড ২টি-এও এই একই চিপসেট ব্যবহার করা হয়েছে। ওপ্পোর দাবি, আসন্ন রেনো ৮ পূর্বসূরি রেনো ৭-এর ডাইমেনসিটি ৯০০ চিপসেটের তুলনায় ৪০ শতাংশ পর্যন্ত কর্মক্ষমতা বৃদ্ধি এবং পাওয়ার এফিসিয়েন্সিতে ২০ শতাংশ উন্নতি অফার করবে।

এর পাশাপাশি ওপ্পো আরও নিশ্চিত করেছে যে, Reno 8 সিরিজে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি অন্তর্ভুক্ত থাকবে। এছাড়াও, সংস্থাটি দুই বছরের সফ্টওয়্যার আপগ্রেড এবং চার বছরের সেফটি আপডেট প্রদান করবে বলে জানিয়েছে। ইতিমধ্যেই Reno 8 সিরিজের প্রধান স্পেসিফিকেশনগুলি অনলাইনে ফাঁস হয়েছে। চলুন এখনও পর্যন্ত এই ডিভাইসগুলি সম্পর্কে যা যা তথ্য সামনে এসেছে, দেখে নেওয়া যাক।

ওপ্পো রেনো ৮ সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন (Oppo Reno 8 Series Expected Specifications)

Oppo Reno 8 Pro-তে ১২০ হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির ফুল-এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। আর স্ট্যান্ডার্ড Reno 8 ৬.৪৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে সহ আসবে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। উভয় ফোনের ক্যামেরা পারফরম্যান্সকে আরও উন্নত করতে ওপ্পোর মারিসিলিকন এক্স (Marisilicon X) এনপিইউ-টি ব্যবহার করা হবে। এছাড়া, Oppo Reno 8 সিরিজের দুটি স্মার্টফোনই অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালার ওএস ১২.১ (ColorOS 12.1) কাস্টম স্কিনে চলবে।

ফটোগ্রাফির জন্য, Oppo Reno 8 ও 8 Pro-এর ব্যাক প্যানেলে অবস্থিত ট্রিপল-ক্যামেরা সেটআপের মধ্যে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ প্রাইমারি সেন্সরটি উপস্থিত থাকবে। তবে সহায়ক ক্যামেরা হিসেবে Reno 8 Pro মডেলের ক্যামেরা সেটআপে একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দেখা যাবে। কিন্তু Reno 8 5G-তে দুটি ২ মেগাপিক্সেলের সেন্সর অন্তর্ভুক্ত থাকবে। সেলফির জন্য, উভয় ফোনের সামনেই একটি ৩২ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭০৯ ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেখতে পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, দুই হ্যান্ডসেটেই ৪,৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট মিলবে।

উল্লেখ্য, ভারতে Oppo Reno 8 ফোনের দাম ২৯,৯৯৯ টাকা থেকে শুরু হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, Reno 8 Pro-এর দাম ৪২,০০০ টাকা থেকে ৪৬,০০০ টাকার মধ্যে থাকবে৷