দেশের মধ্যে সবচেয়ে সস্তা, মাত্র ১৯৯ টাকায় আনলিমিটেড ডেটা দিচ্ছে Ortel ব্রডব্যান্ড

আপনি কি একেবারে ন্যূনতম খরচের বিনিময়ে আনলিমিটেড ইন্টারনেট পরিষেবা উপভোগ করতে আগ্রহী? তাহলে আপনার জন্য আঞ্চলিক...
SUPARNAMAN 17 Oct 2021 10:16 AM IST

আপনি কি একেবারে ন্যূনতম খরচের বিনিময়ে আনলিমিটেড ইন্টারনেট পরিষেবা উপভোগ করতে আগ্রহী? তাহলে আপনার জন্য আঞ্চলিক ব্রডব্যান্ড ইন্টারনেট এবং কেবল (Cable) টিভি পরিষেবা প্রদানকারী Ortel নিয়ে এলো একটি চমৎকার প্ল্যান। এই প্ল্যানের গ্রাহক হলে আপনি ফেয়ার ইউসেজ পলিসি বা FUP সীমা ছাড়াই আনলিমিটেড ডেটা অ্যাক্সেসের স্বাধীনতা পাবেন।

Ortel মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে তাদের ব্রডব্যান্ড ইন্টারনেট এবং কেবল টিভি পরিষেবা প্রদান করে থাকে। ওড়িশার ভুবনেশ্বর শহরে Ortel-এর ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা সবচেয়ে জনপ্রিয়। সংস্থাটি আপাতত দুটি ব্রডব্যান্ড প্ল্যান নিয়ে হাজির হয়েছে। এদের মধ্যে একটি প্ল্যান সর্বনিম্ন খরচে আনলিমিটেড ডেটা প্রদানের জন্য পরিচিত।

১৯৯ টাকার 'Ortel Prime' ব্রডব্যান্ড প্ল্যান

এতক্ষণ ধরে আমরা কম খরচে ব্যবহারযোগ্য যে ডেটা প্ল্যানের কথা আলোচনা করছি তার জন্য Ortel, গ্রাহকদের কাছ থেকে মাসিক ১৯৯ টাকা আদায় করে থাকে। এটি Ortel Prime প্ল্যান নামেও পরিচিত। উক্ত প্ল্যান গ্রাহকদের অফুরন্ত ডেটা খরচের স্বাধীনতা দিয়ে থাকে। এক্ষেত্রে কোনো এফইউপি সীমা নেই। অর্থাৎ ইন্টারনেট গতি কমার আশঙ্কাকে সরিয়ে রেখেই গ্রাহকেরা এখানে ডেটা খরচ করার সুযোগ পাবেন।

১৯৯ টাকার Ortel Prime ব্রডব্যান্ড প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা প্রায় ৫ এমবিপিএস (Mbps) দ্রুততার ডাউনলোড স্পিড প্রত্যক্ষ করতে পারবেন। তবে প্ল্যানের আপলোড গতি ১ এমবিপিএস (Mbps) যা পূর্বোক্ত উল্লেখের সাপেক্ষে অনেকটাই কম। তাই বলা যায় একটি বা বড়জোর দুটি ভিন্ন ডিভাইসে অফুরন্ত ইন্টারনেট সুবিধার লাভ ওঠাতে চাইলে ১৯৯ টাকার Ortel Prime ব্রডব্যান্ড প্ল্যান আদর্শ হতে পারে।

উপরের প্ল্যান ছাড়াও Ortel ৩৯৯ টাকার আরেকটি ব্রডব্যান্ড প্ল্যান অফার করে থাকে। এই প্লান ১০ এমবিপিএস (Mbps) গতিতে ইন্টারনেট অ্যাক্সেসের ছাড়পত্র দেয়। তবে এক্ষেত্রে গ্রাহকেরা ৩৯৯ টাকার JioFiber এন্ট্রি লেভেল প্ল্যান রিচার্জ করলে বেশী লাভবান হবেন। কারণ ৩৯৯ টাকার JioFiber প্ল্যান গ্রাহকদের ৩০ এমবিপিএস দ্রুততায় ইন্টারনেট ব্যবহারের সুবিধা প্রদান করে। এছাড়া ৪৪৯ টাকার BSNL প্ল্যান রিচার্জকারীরাও ৩০ এমবিপিএস স্পিডে ইন্টারনেট ব্যবহারের অনুমতি পাবেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Show Full Article
Next Story