নেই বিদ্যুৎ, লাহোর-ইসলামাবাদে বন্ধ ইন্টারনেট, সমস্যায় জেরবার পাকিস্তান

অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্যে আরেকটি সমস্যা দেখা দিয়েছে পাকিস্তানে। ভারতের প্রতিবেশী দেশটির মানুষ এই মুহূর্তে ইন্টারনেটের সুবিধা পাচ্ছে না। আসলে একটানা বৃষ্টি আর বন্যার…

অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্যে আরেকটি সমস্যা দেখা দিয়েছে পাকিস্তানে। ভারতের প্রতিবেশী দেশটির মানুষ এই মুহূর্তে ইন্টারনেটের সুবিধা পাচ্ছে না। আসলে একটানা বৃষ্টি আর বন্যার কারণে এমন ঘটনা ঘটছে। পাকিস্তানের অনেক এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। বিশেষ করে পাকিস্তানের রাজধানী এবং পার্শ্ববর্তী শহরগুলি বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে।

তবে ইন্টারনেটের পাশাপাশি পাকিস্তানে বিদ্যুৎ সংকটও দেখা দিয়েছে। পাকিস্তানের অনেক এলাকায় বিদ্যুৎ নেই। ডেটা নেটওয়ার্কে প্রযুক্তিগত ত্রুটির কারণে এই সমস্যা দেখা দিচ্ছে বলে শোনা গিয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, পাকিস্তান সরকারের কর্মকর্তারা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সবরকম চেষ্টা চালাচ্ছে।

অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কও বন্ধ হয়ে গেছে

আজ্ঞে হ্যাঁ! পাকিস্তানের অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কেও সমস্যা দেখা দিয়েছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন উত্তর ও মধ্যাঞ্চলের মানুষ। টুইটারে পাকিস্তান সরকারের তরফে জানানো হয়েছে যে, বৃষ্টি ও বন্যার কারণে ফাইবার নেটওয়ার্কে ত্রুটি দেখা দিয়েছে এবং যত তাড়াতাড়ি সম্ভব তা ঠিক করার কাজ করা হচ্ছে।

উল্লেখ্য, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ অতীতেও ইন্টারনেট ব্ল্যাকআউটের মুখোমুখি হয়েছিল। পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরে ব্রডব্যান্ড ছাড়াও মোবাইল নেটওয়ার্কে সমস্যার সম্মুখীন হতে হয়েছে ব্যবহারকারীদের। পাকিস্তানের বিপুল সংখ্যক মানুষ ইন্টারনেট (ব্রডব্যান্ড) ব্যবহার করে, সংখ্যায় যা প্রায় ১১৯ মিলিয়নের (১১.৯ কোটি) বেশি।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন