১ সেকেন্ডের মধ্যে হ্যাক হয় এই পাসওয়ার্ডগুলি, সর্তক করল কলকাতা পুলিশ
সাইবার প্রতারণা থেকে সুরক্ষিত থাকতে কলকাতা পুলিশ সম্প্রতি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের উপরে জোর দিয়েছে। এক্ষেত্রে...সাইবার প্রতারণা থেকে সুরক্ষিত থাকতে কলকাতা পুলিশ সম্প্রতি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের উপরে জোর দিয়েছে। এক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় তাদের কর্মকাণ্ড প্রশংসা কুড়িয়েছে সমগ্র নেটিজেন-মহলে। আসলে আজকের দিনে দাঁড়িয়ে একথা সত্যি যে পাসওয়ার্ড ব্যবহারে আমাদের আরো অনেক বেশি যত্নশীল হওয়া উচিত। নইলে হ্যাকারেরা এক নিমেষেই সেগুলি জেনে ফেলতে পারে। এর ফলে আমাদের ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে যখন-তখন। পাসওয়ার্ড ব্যবস্থাপনা পরিষেবা Nordpass এবার এমনই দুর্বল পাসওয়ার্ডের তালিকা নিয়ে হাজির হলো। এখানে অন্তর্ভুক্ত পাসওয়ার্ডগুলি বহুব্যবহৃত হওয়ার সাথে সাথেই হ্যাকারদের সহজ শিকার। ফলে ওয়েব মাধ্যমে এই পাসওয়ার্ডগুলি ব্যবহার না করাই বুদ্ধিমানের কাজ হবে।
এবার Nordpass -এর মতে বর্তমানে বিশ্বের সবথেকে বেশি ব্যবহৃত অথচ দুর্বল পাসওয়ার্ড কোনগুলি তা জেনে নেওয়া যাক। উল্লেখ্য, ২০২১ সালে পৃথিবীর ৫০টি দেশ থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করা হয়েছে।
123456
এই মুহূর্তে পৃথিবীতে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ডের তালিকায় এটি এক নম্বরে রয়েছে। ২০২১ সালে এটি মোট ১০,৩১,৭০,৫৫২ বার ব্যবহৃত হয়েছে যা জেনে ফেলতে হ্যাকারদের ১ সেকেন্ডেরও কম সময় লাগে।
123456789
২০২১ সালে ৪,৬০,২৭,৫৩০ বার ব্যবহৃত। হ্যাকারেরা ১ সেকেন্ডেরও কম সময়ে এটি জেনে ফেলতে পারে।
12345
৩,২৯,৫৫,৪৩১ বার ব্যবহার করা হয়েছে। ১ সেকেন্ডেরও কম সময় হ্যাক করা যায়।
qwerty
১ সেকেন্ডেরও কম সময়ে হ্যাক করা যায়। ব্যবহার হয়েছে ২,২৩,১৭,২৮০ বার।
password
২,০৯,৫৮,২৯৭ বার ব্যবহৃত এই পাসওয়ার্ড জেনে ফেলতে হ্যাকারদের ১ সেকেন্ডেরও অল্প সময় লাগে।
12345678
১,৪৭,৪৫,৭৭১ বার ব্যবহার করা হয়েছে। ১ সেকেন্ডেরও কম সময় হ্যাক করা যায়।
111111
১,৩৩,৫৪,১৪৯ বার ব্যবহৃত এই পাসওয়ার্ড নিমেষে হ্যাক করা সম্ভব।
123123
চোখের পলকে হ্যাকারদের করায়ত্ত হতে পারে। ১,০২,৪৪,৩৯৮ বার ব্যবহার করা হয়েছে।
1234567890
৯৬,৪৬,৬২১ বার ব্যবহৃত। পলকে হ্যাক করা যায়।
1234567
৯৩,৯৬,৮১৩ বার এই পাসওয়ার্ড বেছে নেওয়া হয়েছে। হ্যাকারদের পক্ষে সহজে জেনে ফেলা সম্ভব।
qwerty123
৮৯,৩৩,৩৩৪ বার বেছে নেওয়া হয়েছে। হ্যাকারদের সহজ শিকার।
000000
হ্যাকারদের জেনে ফেলতে ১ সেকেন্ডেরও কম সময় লাগে। ৮৩,৭৭,০৯৪ বার ব্যবহার করা হয়েছে।
1q2w3e
৮২,০৪,৭০০ বার ব্যবহৃত এই পাসওয়ার্ড হ্যাকারদের প্রিয় নিশানা।
abc123
৭১,৮৪,৬৪৫ বার ব্যবহৃত। হ্যাকারদের সহজ নিশানা।
password1
৫৭,৭১,৫৮৬ বার বেছে নেওয়া হয়েছে। হ্যাক হয় নিমেষে।
1234
৫৫,৪৪,৯৭১ বার বেছে নেওয়া হয়েছে। দুর্বল পাসওয়ার্ডের তালিকায় অবস্থান ষোলো নম্বরে।
qwertyuiop
৫১,৯৭,৫৯৬ বার বেছে নেওয়া এই পাসওয়ার্ড হ্যাক হতে লাগে ১ সেকেন্ডেরও কম সময়।
123321
হ্যাকারদের সহজ শিকার এই পাসওয়ার্ড ৫১,৬৮,১৭১ বার ব্যবহার করা হয়েছে।
password123
৪৬,৮১,০১০ বার ব্যবহার করা হয়েছে। হ্যাক হতে পারে নিমেষে।
1q2w3e4r5t
২০২১ সালে ৪৬,২৪,৩২৩ বার ব্যবহৃত। হ্যাক হয় এক সেকেন্ডেরও কম সময়ে।