দেরিতে হাতে পেতে পারেন iPhone 15, এই কারখানায় বন্ধ রাখা হল উৎপাদনের কাজ, জেনে নিন কারণ

এবার মেড ইন ইন্ডিয়া iPhone 15-এর ডেলিভারির জন্য ক্রেতাদের কয়েকদিন অপেক্ষা করতে হতে পারে। কারণ, গত রবিবার রাতে...
techgup 26 Sept 2023 7:24 PM IST

এবার মেড ইন ইন্ডিয়া iPhone 15-এর ডেলিভারির জন্য ক্রেতাদের কয়েকদিন অপেক্ষা করতে হতে পারে। কারণ, গত রবিবার রাতে চেন্নাইয়ের কাছে অবস্থিত পেগাট্রন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের (Pegatron India Private Limited) একটি প্লান্টে আগুন লাগে। আর এই ঘটনার পর তাইওয়ান ভিত্তিক সংস্থাটি তার কর্মীদের ছুটি দিয়ে দেয়। যে কারণে বন্ধ রাখা হয়েছে iPhone এর উৎপাদন। যদিও ঠিক কবে থেকে পেগাট্রনের এই প্লান্টে কাজ শুরু হবে তা এখনও জানানো হয়নি।

কিভাবে আগুন লাগল iPhone তৈরির এই প্লান্টে?

পেগাট্রন তাদের একটি বিবৃতিতে রয়টার্সকে জানিয়েছে যে, একটি স্ফুলিঙ্গের কারণে তাদের কারখানায় আগুন লাগে। তবে প্রাথমিক তদন্তে জানা যায়, চেন্নাই থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত মাহিন্দ্রা ওয়ার্ল্ড সিটির কারখানায় শর্ট সার্কিটের ফলে এই ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটে।

যদিও সংস্থাটি নিশ্চিত করেছে যে, পরিস্থিতি বর্তমান নিয়ন্ত্রণে রয়েছে। আর এই দুর্ঘটনার জন্য কারখানার খুব বেশি আর্থিক ক্ষতি হয়নি। এছাড়াও, প্লান্টের কোনো কর্মচারী অগ্নিকাণ্ডে আহত হয়নি অথবা মারা যায়নি। তবে সংস্থাটি এই অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্ত করে দেখছে।

প্রসঙ্গত উল্লেখ্য, আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রবিবার রাত ৯টার দিকে তাদের ফোন করে ডাকা হলে ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পাঠানো হয় এবং ২৫ সেপ্টেম্বর ভোর ৩টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বিলম্বিত হতে পারে iPhone অ্যাসেম্বলিং-এর কাজ -

তাইওয়ানের Foxconn এবং Wistron ছাড়াও ভারতের তৃতীয় iPhone প্রস্তুতকারক সংস্থা হলো Pegatron। আর এই তিনটি সংস্থাকেই স্মার্টফোনের জন্য সরকারের প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ (PLI) স্কিমের অধীনে ইনসেনটিভ দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। কাউন্টার পয়েন্টের রিসার্চ অনুসারে, ২০২২ সালে শুরু হওয়া পেগাট্রনের চেন্নাই কারখানায় বর্তমানে ভারতে মোট দশ ভাগের এক ভাগ iPhone তৈরি হয়ে থাকে। তাই এই অগ্নিকাণ্ডের জেরে অ্যাসেম্বলিং-এর কাজের পাশাপাশি কিছুদিনের জন্য iPhone ডেলিভারিও বিলম্বিত হতে পারে।

Show Full Article
Next Story