Phone Explodes: স্মার্টফোনের পর এবার পকেটে রাখা সাধারণ কীপ্যাড ফোনে বিস্ফোরণ
কেরালায় মোবাইল বিস্ফোরণের (Mobile explosion in Kerala) ঘটনা এই প্রথম নয়। কিছুদিন আগেই তিরুভিলভামালার আদিত্যশ্রী নামে...কেরালায় মোবাইল বিস্ফোরণের (Mobile explosion in Kerala) ঘটনা এই প্রথম নয়। কিছুদিন আগেই তিরুভিলভামালার আদিত্যশ্রী নামে আট বছরের এক কিশোরী এই মোবাইল বিস্ফোরণে প্রাণ হারিয়েছে। আর এইবার আবার কেরলের এক ৭৬ বছর বয়সী ব্যক্তির সঙ্গে ঘটলো সেই একই ঘটনা। যদিও এই বার প্রাণে বেঁচে গেছেন সেই ব্যক্তি।
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো হঠাৎ ভাইরাল হয়। সেখানে দেখা যায় আচমকাই এক ব্যক্তির শার্টের পকেটে থাকা মোবাইল থেকে আগুন ছড়িয়ে পরে চারিদিকে। আচমকা সেই ঘটনা দেখে চমকে ওঠেন সকলে।
মনোরমা নিউজের রিপোর্ট অনুযায়ী, ওই ব্যক্তির নাম ইলিয়াস। তিনি কেরলের মারোত্তিচালে এক চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। তখনই আচমকা তাঁর শার্টের বুক পকেটে থাকা ফোনে বিস্ফোরণ ঘটে। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। ঘটনা কীভাবে নিয়ন্ত্রণে আনা যাবে, তা নিয়ে মুহূর্তের মধ্যে আতঙ্কে ও ভয়ে চাঞ্চল্য ছড়ায়। তারপর সেই ঘটনার ভিডিও ক্রমেই ভাইরাল হয়।
সেখানে দেখা যায় যে, অগ্নিস্ফুলিঙ্গ বের হতেই ইলিয়াস পকেটে হাত দিয়ে আগুন নেভাতে যান। আর তখনই ফোনটি পড়ে যায় তাঁর পকেট থেকে। তারপর ঘটনাস্থল থেকে দৌড়ে বেরিয়ে যান তিনি। আর এই যাত্রায় প্রাণে বেচেঁ যান। যদিও ইলিয়াস কারোর বিরুদ্ধে কোন এফআইআর দায়ের করবেন না বলে জানিয়েছেন। তবে এই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
কেরলের ওল্লুর পুলিশ স্টেশনের তরফে জানানো হয়েছে, ঘটনায় ব্যক্তি এখন অক্ষত রয়েছেন। পুলিশ আরো জানায় যে, এটি কোনো স্মার্টফোন নয়। এটি একটি সাধারণ মোবাইল ফোন। আর এই মোবাইলটি ১ বছর আগে ১০০০ টাকা দিয়ে কিনেছিলেন ইলিয়াস। তবে মোবাইলে কোনও সমস্যা ছিল না বলে ইলিয়াস জানিয়েছে পুলিশকে। তবে কিভাবে এই ঘটনাটি ঘটলো সেটির তদন্ত করছে পুলিশ।