তিনচাকার ইলেকট্রিক কার্গো গাড়ির বাজারে পা রাখলো Piaggio

ভারতের শীর্ষস্থানীয় ছোট বাণিজ্যিক যানবাহন প্রস্তুতকারী সংস্থা Piaggio, এবার ইলেকট্রিক থ্রি-হুইলার কার্গো বিভাগে পা রাখলো। সংস্থাটি Ape E-Xtra FX (FX এর অর্থ ফিক্সড ব্যাটারি) নামে…

ভারতের শীর্ষস্থানীয় ছোট বাণিজ্যিক যানবাহন প্রস্তুতকারী সংস্থা Piaggio, এবার ইলেকট্রিক থ্রি-হুইলার কার্গো বিভাগে পা রাখলো। সংস্থাটি Ape E-Xtra FX (FX এর অর্থ ফিক্সড ব্যাটারি) নামে একটি মালপত্র বহনকারী বৈদ্যুতিন তিনচাকার গাড়ি লঞ্চ করেছে। Piaggio গাড়িটির দাম রেখেছে ৩.১২ লক্ষ টাকা (এক্স-শোরুম এবং FAME-II ভর্তুকি ধরে)। আবার কোম্পানি প্যাসেঞ্জার ইলেকট্রিক টু-হুইলার Ape E-City-র 2021 ভার্সনও রোল আউট করেছে। যার দাম ২.৮৩ লক্ষ টাকা (এক্স-শোরুম এবং FAME-II ভর্তুকি ধরে)। থ্রি-হুইলার গাড়িদুটিতে পাওয়া যাবে ৩ বছরের/ ১ লক্ষ কিলোমিটার ওয়্যারেন্টি। পাশাপাশি প্রারম্ভিক অফার হিসেবে Piaggio দিচ্ছে ৩ বছরের ফ্রি মেইনটেন্যান্স প্যাকেজ।

ছ’ফিট কার্গো ডেক থাকা Piaggio Ape E-Extra FX ইলেকট্রিক গাড়িটিকে প্রয়োজনমতো কাস্টোমাইজ করা যাবে। যেমন- আবর্জনা সংগ্রহকারী গাড়ির পাশাপাশি একে ডেলিভারি ভ্যান হিসেবেও ব্যবহার করা যাবে। আবার কার্গো ত্রি-হুইলারটি FMCG (Fast Moving Consumer Goods)-র পাশাপাশি ই-কমার্স, গ্যাস সিলিন্ডার, জলের বোতল, শাক-সবজি পরিবহনকারী গাড়ি হিসেবেও ব্যবহৃত হতে পারে।

Piaggio-র দাবি যে ৯.৫  কিলোওয়াট বিদ্যুৎ আউটপুট সহ Ape E-Extra FX এই সেগমেন্টে সবচেয়ে শক্তিশালী কার্গো গাড়ি। এর টপ স্পিড ৪৫ কিমি/ঘন্টা এবং সিঙ্গেল চার্জে এতে প্রায় ৯০ কিমি ড্রাইভিং রেঞ্জ পাওয়া যাবে। ৪৮V/ ৩kW অফ-বোর্ড চার্জারের মাধ্যমে গাড়িটি ৩ ঘন্টা ৪৫ মিনিটে ফুল-চার্জ করা যাবে।

তিনচাকার এই বৈদ্যুতিক কার্গো গাড়ির সর্বোচ্চ পেলোড ক্যাপাসিটি ৫০৯ কেজি এবং এর গ্রস ভেহিকেল ওয়েট ৯৭৫ কেজি। Ape E-Xtra FX Ape E-City উভয় গাড়িই ব্লু ভিশন হেডল্যাম্প, রিজেনারেটিভ বেক্রিং, মাল্টি ইনফরমেশন, ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং বুস্ট মোড, হিল হোল্ড অ্যাসিস্ট এবং অটোমেটিক ট্রান্সমিশন ফিচারের সাথে এসছে।

টেলিগ্রামে খবর পেতে এখানে ক্লিক করুন